রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বরগুনার বামনায় গতকাল সকালে উপজেলা সড়কের প্রেসক্লাবের সম্মুখে সংবাদ প্রকাশের জের ধরে পশ্চিম সফিপুর গ্রামের জব্বার খান হত্যা মামলার আসামি মো. হেমায়েত মোল্লা কর্তৃক দৈনিক মানব জমিন জেলা প্রতিনিধি ও দৈনিক আমাদের সময় পত্রিকার বামনা উপজেলা প্রতিনিধি মো. মিজানুর রহমান টিপু’র উপর হামলার প্রতিবাদে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন বামনা প্রেসক্লাবের সভাপতি মো. ওবায়দুল কবির আকন্দ দুলাল, সাধারণ সম্পাদক মো. নাসির মোল্লা, জেলা রিপোটার্স ইউনিটের সভাপতি মাহবুবুর রহমান মান্নু, জেলা টেলিভিশন ফোরামের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খান ইমন প্রমুখ। বক্তারা হামলাকারীর দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন।
উল্লেখ্য হামলাকারী মো. হেমায়েত মোল্লা জেলা প্রশাসকের স্প্রীটবোর্ড ড্রাইভার মো. জব্বার খানের হত্যা মামলার চার্জসিটভুক্ত আসামি। সে দীর্ঘদিন পলাতক থেকে প্রকাশ্যে বামনা শহরে আসলে ২০১৭ সালে ১২ জুন দৈনিক আমাদের সময় পত্রিকার প্রথম পাতায় ছবিসহ সংবাদ প্রকাশিত হয়। এরপর হামলাকারী দীর্ঘদিন জেল খেটে জামিনে বের হয়ে সংবাদ প্রকাশের জের ধরে গত ৩ ফেব্রুয়ারি মো. মিজানুর রহমানের উপর সদর রোডে বসে হামলা চালায়।
এ ঘটনায় মিজানুর রহমান টিপুর পিতা মো. গোলাম মোস্তফা বাদী হয়ে বামনা থানায় মামলা করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।