Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জমির টাকা নিয়ে দ্ব›দ্ব ভাঙচুর : আহত ৩

জামালপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

জামালপুরে জমি ক্রয়ের টাকা লেনদেন নিয়ে ব্যবসায়ী আলাউদ্দিনের কম্বলের দোকানে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শহরের বটতলায় গত রোববার রাত সাড়ে ৮টায় সন্ত্রাসী হামলার ঘটে। এসময় হামলাকারীদের রাম-দায়ের কুপে ৩জন আহত হয়। গুরুতর আহত আলাউদ্দিন ও মমিনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সালাউদ্দিন জানায়, তার মা শেফালী বেগম মুসলিমাবাদ মহল্লার আনোয়ারের নিকট ৪২ লাখ টাকায় আড়াই শতাংশ জমি বিক্রি করে। জমি রেজিস্ট্রির পর ৩ লাখ টাকা কম নিতে বলে। এ নিয়ে শেফালী বেগমের ছেলে আলাউদ্দিনের সাথে আনোয়ারের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে গত রোববার রাতে আনোয়ার ও ইমরানের নেতৃত্বে ২০/৩০ জন রামদা কিরিচসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আলাউদ্দিনের কাপড়ের দোকানে হামলা চালায়। হামলাকারীরা শেফালী বেগম (৫৫), ছেলে আলাউদ্দিন (৩৪) ও প্রতিবেশী মমিনকে (৩৫) রামদা কুপিয়ে আহত করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ