Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজ বাসায় ইডেনের সাবেক প্রিন্সিপাল খুন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

রাজধানীর ইডেন মহিলা কলেজের সাবেক প্রিন্সিপাল মাহফুজা চৌধুরী পারভীন (৬৬) খুন হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডে বহুতল ভবন সুকন্যা টাওয়ারে নিজের ফ্লাট থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। পুলিশ ধারণা করছে তিনি বিকেলে খুন হয়েছেন। তবে কিভাবে তাকে খুন করা হয়েছে তা জানাতে পারেনি পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার জানান, এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ারের বাসায় থাকতেন মাহফুজা চৌধুরী। সেখানেই খুন হয়েছেন তিনি। তাঁর বাসার দুই গৃহকর্মী পালিয়েছে। মাহফুজা চৌধুরী ওই ফ্লাটে একাই থাকতেন। প্রাথমিকভাবে এই ঘটনার সঙ্গে দুই গৃহকর্মী জড়িত বলে সন্দেহ হচ্ছে। পুলিশ কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থলে পৌছে মাহফুজা চৌধুরীর লাশ উদ্ধার করে।
নিউমার্কেট থানার ওসি জানান, মাহফুজা চৌধুরীর গ্রামের বাড়ি গোপালগঞ্জ। তিনি ও তার স্বামী ভবনটির ১৬/সি নম্বর ফ্ল্যাটে থাকতেন। ঘটনার সময় তার স্বামী বাসায় ছিলেন না। তবে কিভাবে তিনি খুন হয়েছেন জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, পোষ্টমর্টেম রিপোর্টে হত্যাকান্ডের ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।
নূর হোসেন নামে সুকন্যা টাওয়ারের একজন দারোয়ান সাংবাদিকদের বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১৫/এ ফ্ল্যাট থেকে তাদের ফোন করে দ্রুত ডাক্তার পাঠাতে বলা হয়। ফোন করে তাকে বলা হয় উনি (মাহফুজা) খুব অসুস্থ। কাজের মেয়েরা চলে গেছে। দ্রুত ডাক্তার পাঠান।
ঘটনাস্থলে ডিউটিরত এক পুলিশ সদস্য জানান, ওই বাসার স্বর্ণালঙ্কার খোয়া গেছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে গৃহকর্মীরা তা নিয়ে পালিয়েছে। তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ