Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুদ্ধাপরাধ মামলা থেকে বাঁচাতে ৪৬ লাখ টাকা নেন আ.লীগ নেতা

সংবাদ সম্মেলনে স্ত্রীর দাবি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

যুদ্ধাপরাধ মামলা থেকে নাম বাদ দেয়ার কথা বলে হবিগঞ্জের আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। বিভিন্ন সময়ে যুদ্ধাপরাধ মামলা থেকে বাঁচাতে ৪৬ লাখ ৪০ হাজার টাকা নেয়া হয় বলে গতকাল বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয়।
হবিগঞ্জের নবীগঞ্জ থানার মামদপুর গ্রামের বাসিন্দা আবুল খায়ের গোলাপের স্ত্রী মিনারা বেগম সংবাদ সম্মেলনে বলেন, তার স্বামী আবুল খায়ের গোলাপ দীর্ঘ ২৫ বছর নবীগঞ্জের ১১ নং গজনাইপুর ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। ওই ইউনিয়নের তিনবারের চেয়ারম্যান তিনি। তারই চাচাতো ভাই শাহনেওয়াজ এক সময় ওই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। পরবর্তীতে তার স্বামী চেয়ারম্যান নির্বাচিত হন। তার স্বামীর কাছে শাহনেওয়াজ বারবার পরাজিত হন। সে থেকে শাহনেওয়াজ গোলাপের সাথে দ্ব›েদ্ব সৃষ্টি হয়। শেষ পর্যন্ত শাহনেওয়াজ তার স্বামীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলা সাজান। ওই মামলায় তার স্বামী বর্তমানে জেলে রয়েছেন।
গতকাল বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলনে মিনারা বেগম আরো অভিযোগ করে বলেন, আমার স্বামীর নাম ওই মামলা থেকে বাদ দেয়ার আশ্বাস দিয়ে শাহনেওয়াজের ছেলে আওয়ামী লীগ নেতা ফয়েজ আমিন রাসেল আমাদের পরিবার থেকে ৪৬ লাখ ৪০ হাজার টাকা হাতিয়ে নেয়।



 

Show all comments
  • MD Syen ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ১:৫৭ এএম says : 0
    a to baro banejjo
    Total Reply(0) Reply
  • সাদ বিন জাফর ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ১:৫৮ এএম says : 0
    বাহ দারুণ তো। এ দেখি বড় বাণিজ্য। াসারাদেশে এরকম কত চলছে।
    Total Reply(0) Reply
  • মোঃ নাজীব ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ১:৫৯ এএম says : 0
    সারাদেশে চার্জশিট থেকে নাম কাটার নাম করে আওয়ামী লীগের দালাল নেতারা বিপুল অর্থের বাণিজ্য করে।
    Total Reply(0) Reply
  • নাম প্রকাশে অনিচ্ছুক ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ১:৫৯ এএম says : 0
    নতুন ব্যবসা।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ