Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে ছয় কোচিং সেন্টার বন্ধ ৮জনের জেল

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

রাজধানীর ধানমন্ডি ও ফার্মগেট এলাকায় অভিযান চালিয়ে গতকাল রোববার ৬টি কোচিং সেন্টার সিলগালা করে দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৭জনকে এক মাসের এবং এক জনকে ১৫ দিনের কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়া আরো চার জনকে করা হয়েছে জরিমানা। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম অভিযান চালান। 

ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, যাদের কারাদন্ড দেয়া হয়েছে তাদের মধ্যে চার জন কোচিং সেন্টার মালিক। অন্যরা শিক্ষক এবং কর্মকর্তা। এই ধরনের অভিযান অব্যাহত থাকতে বলেও জানান তিনি।
অভিযান চলাকালে ঝিগাতলায় জয়যাত্রা, নবদিগন্ত, অনন্য ও বেøজ নামে কোচিং সেন্টারে ক্লাস চলতে দেখা যায়। ষষ্ঠ থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের চার শতাধিক শিক্ষার্থী সে সময় ক্লাসে উপস্থিত ছিল। আর নিষেধাজ্ঞার মধ্যে ক্লাস নেয়ার বিষয়ে কোচিং সেন্টারের শিক্ষক এবং মালিকদের কেউ জবাব দিতে পারেননি। তাৎক্ষণিক কোচিং সেন্টারগুলো বন্ধ করে দিয়ে সেগুলোতে তালা ঝুলিয়ে দেয় র‌্যাব। সেই সঙ্গে চারটি কোটিং সেন্টারের ১০ জনকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।
পরে র‌্যাব যায় ফার্মগেটের মবিডিক কোচিং সেন্টারে। সেখানেও ক্লাস চলছিল। সেটি তালাবদ্ধ করে দিয়ে চার জনকে এক মাসের এবং এক জনকে ১৫ দিনের কারাদন্ড দেয়া হয়। গ্রিন রোড এলাকায় ম্যাবস কোচিংয়ে গিয়েও ক্লাস নিতে দেখা যায়। র‌্যাবের ম্যাজিস্ট্রেট সেখানে কারাদন্ড দেন তিনজনকে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ