Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

আরো দশটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন

থাকছেন সাবেক মন্ত্রীরা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

একাদশ জাতীয় সংসদের আরো দশটি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এই ১০টি স্থায়ী কমিটির বেশিরভাগই মন্ত্রীসভা থেকে বাদ পড়া মন্ত্রীদের সভাপতি করা হয়েছে। সেখানে একটি করে স্থায়ী কমিটির সভাপতি পেয়েছেন বিরোধী দল জাতীয় পার্টি ও ১৪ দলের শরিক দল ওয়ার্কার্স পাটি। এ নিয়ে জাতীয় সংসদের ৩৪টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হলো।
গতকাল রোববার রাতে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে সংসদীয় স্থায়ী কমিটিগুলো গঠনের জন্য প্রস্তাব উত্থাপন করেন সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী (লিটন)। ডেপুটি স্পিকার প্রস্তাবগুলো ভোটে দিলে প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে পাস হয়।
সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে সভাপতি করে সমাজমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি গঠন করা হয়। এই কমিটির সদস্যরা হলেন- মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, শরিফ আহমেদ, সাগুফতা ইয়াসমীন এমিলি, শিবলী সাদিক, নাসরিন জাহান রত্মা, মজুমদার মো. ফরহাদ হোসেন ও আ ক ম সরোয়ার জাহান।
সাবেক মন্ত্রী মোস্তাফিজার রহমান ফিজারকে সভাপতি করে গঠন করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এই কমিটির সদস্যরা হলেন- প্রতিমন্ত্রী জাকির হোসেন, কাজী কেরামত আলী, ইসমাত আরা সাদেক, মেহের আফরোজ চুমকি, আলী আজম, নজরুল ইসলাম বাবু, শিরীন আখতার ও জোয়াহেরুল ইসলাম।
সাবেক সভাপতি একাব্বর হোসেনকে সভাপতি করে গঠন করা হয়েছে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এই কমিটির সদস্যরা হলেন- মন্ত্রী ওবায়দুল কাদের, এনামুল হক, হাসিবুর রহমান স্বপন, অ্যাডভোকেট আবু জাহির, রেদওয়ান আহমেদ তৌফিক, ছলিমউদ্দিন তরফদার, সৈয়দ আবু হোসেন, শেখ সালাহউদ্দিন ও সৈয়দ আবু হোসেন বাবলা।
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে সভাপতি করে গঠন করা হয়েছে পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ কমিটির সদস্যরা হলেন- প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, উপমন্ত্রী এনামুল হক শামীম, আফজাল হোসেন, ইকরামুল হক চৌধুরী, নজরুল ইসলাম, ফরিদুল হক খান ও নুরুন্নবী চৌধুরী শাওন।
সাবেক প্রতিমন্ত্রী বি এম তাজুল ইসলামকে সভাপতি করে গঠন করা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির অন্য সদস্যরা হলেন- প্রতিমন্ত্রী ডা. এনামুল হক, সোলায়মান জোয়ার্দার ছেলুন, পঞ্চানন বিশ্বাস, আফতাব উদ্দিন, মীর মোস্তাক আহমেদ রবি, জুয়েল আরেং, মজিবুর রহমান ও মাসুদ উদ্দিন চৌধুরী।
সাবেক হুইপ শহীদুজ্জামান সরকারকে সভাপতি করে গঠন করা হয়েছে বিদ্যুত ও জ্বালানী মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির সদস্যরা হলেন- বিদ্যুত প্রতিমন্ত্রী নসরুল হামিদ, শামসুর রহমান শরিফ, আবু জাহির, আলী আসগর, এস এম জগলুল হায়দার, নুরুল ইসলাম তালুকদার ও আসলাম হোসেন।
সাবেক প্রধান হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদকে সভাপতি করে গঠন করা হয়েছে অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির সদস্যরা হলেন- প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন, ইউসুফ আবদুল্লাহ হারুন, এ বি তাজুল ইসলাম, শেখ ফজলে নূর তাপস, ফজলে হোসেন বাদশা, বজলুল হক হারুন ও আহমেদ আদেলুর রহমান।
সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে সভাপতি করে গঠন করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির সদস্যরা হলেন- প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ড. বীরেন শিকদার, নাজমুল হাসান পাপন, মাহবুব আরা গিনি, আবদুস সালাম মোর্শেদী, জুয়েল আরং, এ এন এম নাইমুর রহমান দুর্জয় ও মাশরাফি বিন মর্তুজা।
জাতীয় পার্টির ডা. রুস্তম আলী ফরাজীকে সভাপতি করে গঠন করা হয়েছে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির সদস্যরা হলেন- ড. মহীউদ্দিন খান আলমগীর, আবুল কালাম আজাদ, উপাধ্যক্ষ আবদুস শহীদ, আফছারুল আমীন, শহীদুজ্জামান সরকার, র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী, সালমান ফজলুর রহমান, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জহিরুল হক ভ‚ইয়া মোহন, মঞ্জুর হোসেন, মোস্তফা লুৎফুল্লাহ ও আসাদুল ইসলাম টিটো।
সরকারী দলের সদস্য র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরীকে সভাপতি করে গঠন করা হয়েছে বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির সদস্যরা হলেন- মন্ত্রী মাহবুব আলী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আসলামুল হক আসলাম, কাজী ফিরোজ রশীদ, তানভীর ইমাম, আশেক উল্লাহ রফিক, আনোয়ার হোসেন খান ও শেখ তন্ময়



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ