Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে সবুজ বাংলা মাল্টিপারপাসের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

প্রতারকদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সবুজ বাংলা মাল্টিপারপাস নামের একটি সমিতির বিরুদ্ধে স্থানীয় কৃষকদের কোটি টাকারও বেশি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সমিতির প্রতারণার শিকার হয়ে নিঃস্ব হয়ে পড়েছে এখানকার সহজ সরল কৃষকরা। ওই সমিতির প্রতারকদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও টাকা ফেরত দেয়ার দাবিতে ভুক্তভোগী গ্রাহকরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচী পালন করেছেন। গতকাল রোববার দুপুরে রূপগঞ্জ থানার সামনে অবস্থান নিয়ে এ কর্মসুচী পালন করেন তারা।
মানববন্ধনে ভুক্তভোগী গ্রাহকরা জানান, প্রায় ১০ বছর আগে রূপগঞ্জ সদর ইউনিয়নের বাগবেড় এলাকায় সবুজ বাংলা মাল্টিপারপাস নামের একটি সমিতি গড়ে তোলে স্থানীয় মরহুম আফজাল হোসেনের ছেলে যুবদল নেতা রুহুল আমিন। ওই সমিতির নামে একটি ব্যাংক খোলা হয়। ওই ব্যাংকে অধিক লাভ দেয়ার হবে বলে স্থানীয় কৃষকদের আশ^াস দেয়া হয়।
এরপর কৃষকরা পুর্বাচল উপশহরের প্লট বিক্রিসহ আশ-পাশের বিভিন্ন আবাসন প্রকল্পের কাছে জমি বিক্রি করে লাখ লাখ টাকা ওই ব্যাংকে রাখেন। কিন্তু ১০ বছর পার হয়ে গেলেও লাভের টাকা দেওয়া তো দুরের কথা, আসল টাকাও দিচ্ছেনা। প্রতারণার শিকার গ্রাহকরা রুহুল আমিনের কাছে ধরণা দিয়েও কোন কাজ হয়নি। বরং বিভিন্ন গ্রাহককে প্রাণনাশের হুমকি-ধামকি পর্যন্ত দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা। বর্তমানে নিজের অপরাধ ঢাকতে যুবদল নেতা ‘যুবলীগ’ নেতা বনে গেছে। যুবলীগ নেতা বনে যাওয়ার পর থেকে রুহুল আরো বেপরোয়া হয়ে উঠেছে। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।
এদিকে ভুক্তভোগি গ্রাহকরা প্রতারণার শিকার হয়ে পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ করেছেন। অভিযোগ দায়েরের পরও কোন সুরাহা পাচ্ছেনা ভুক্তভোগী এসব কৃষক। বাধ্য হয়ে তারা থানার সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচী দিয়েছেন। পুলিশ প্রশাসন ভুক্তভোগীদের তাদের টাকা ফিরিয়ে দেয়া এবং প্রতারক রুহুলের বিরুদ্ধে ব্যবস্থা নিবে বলে আশ্বাস দিলে গ্রাহকরা শান্ত হয়।
ইতিমধ্যে স্থানীয় নিশিকান্তের ৪ লাখ, আতাবরের ১ লাখ ২৪ হাজার, শহর আলীর ৫ লাখ, বাতেন মোল্লার ২ লাখ, নাবিয়ার ১ লাখ ৮০ হাজার, কামরুন্নাহারের ৫০ হাজার, সোনাবানুর ২ লাখ ২০ হাজার, রহিমার ২ লাখ, মিনারার ৪ লাখ ৭৫ হাজার, নিলুফার ৪ লাখ, প্রিয়াংকার ৫০ হাজার, শান্তিরঞ্জন ৮৫ হাজার, আনোয়ারা বেগম ২৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে রূপগঞ্জ থানা ও নারায়ণগঞ্জ আদালতে মামলা ও সাধারন ডায়েরী করেছেন।
এ বিষয়ে উপজেলা সমবায় বিষয়ক অফিসার হাফিজা বেগম বলেন, আমার কাছেও অভিযোগ রয়েছে। গ্রাহকদের টাকা ফেরত দেয়ার বিষয়ে সবুজ বাংলা মাল্টিপারপাস দায়িত্বরত কর্মকর্তা রুহুল আমিনকে চাপ দেয়া হচ্ছে। চাপের মুখে পড়ে কিছু টাকা পরিশোধও করেছে। সকলের টাকা পরিশোধ না করলে আমাদের পক্ষ থেকেও আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ