রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
হিলিতে মাদক চোরাচালান, নারী ও শিশু পাচার এবং সীমান্ত হত্যা বন্ধে এক জনসচেতনতা মূলকসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার দুুুপুর ১২ টায় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে হিলি সিপি ক্যাম্প থেকে মাদক চোরাচালান, নারী ও শিশু পাচার এবং সীমান্ত হত্যা বন্ধে একটি র্যালি বের হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারো একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে জনসচেতনতা মূলক আলোচনা সভায় হিলি সিপি বিজিবি ক্যাম্প কমান্ডার মোহাম্মদ চাঁন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু নাঈম খন্দকার।
এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, বীর মুক্তযোদ্ধা তোফাজ্জল হোসেন, উপজেলা আ.লীগের সভাপতি সোহরাফ হোসেন মল্লিক, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।