Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বনানী থেকে মার্চেন্ডাইজিং কর্মকর্তা নিখোঁজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

রাজধানীর বনানী থেকে মোহাম্মদ তৌহিদুজ্জামান (৩৬) নামে মার্চেন্ডাইজিং প্রতিষ্ঠানের এক কর্মকর্তা নিখোঁজ হয়েছেন। তিনি চাঁদপুরের কচুয়া উপজেলার গোবিন্দপুর গ্রামের মোহাম্মদ জহিরুল হক মিয়ার ছেলে। বর্তমানে উত্তরার ১২ সেক্টরের ১০ নং সড়কে ভাড়া বাসায় থাকেন এবং নিউ টাইমস ডেভেলপমেন্ট লিঃ নামক প্রতিষ্ঠানে চাকরি করেন। এ ঘটনায় গতকাল বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর-৪৮১।

পরিবার ও স্বজন সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে বনানীর সুবাস্তু সুরিয়া ট্রেড সেন্টারের অফিস থেকে বেড়িয়ে উত্তরার বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন। রাত ৭টা ৫০ মিনিটে সর্বশেষ তার স্ত্রীর ক্রেডিট কার্ড থেকে বনানী ১১ নং রোডের সিটি ব্যাংকের এটিএম বুথ থেকে ত্রিশ হাজার টাকা উত্তোলন করেন। এরপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি।
বনানী থানার ডিউটি অফিসার জানান, তৌহিদুজ্জামানের নিখোঁজের ঘটনায় একটি জিডি করা হয়েছে। তার বিষয়ে সম্ভাব্য সব জায়গায় অনুসন্ধ্যান করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ