Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিউজিক ভিডিওতে মিস ওয়ার্ল্ড প্রতিযোগী ঐশী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী এবার মিউজিক ভিডিওর মডেল হচ্ছেন। এতে তার সহশিল্পী হিসেবে কাজ করবেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজার গাওয়া ‘দোতরা’ শিরোনামের গানে মডেল হচ্ছেন তারা। ভিডিওটি নির্মাণ করছেন তানিম রহমান অংশু। গানটি প্রকাশ করা হবে পহেলা বৈশাখে। দোতরা গানটি লিখেছেন শ্রাবণ সাব্বির আর সুর করেছেন বিবেক। আগামী পয়লা বৈশাখে ধ্রুব মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে বলে জানা যায়। সিয়াম নাটক, সিনেমা, মিউজিক ভিডিওতে অনেক অভিনয় করলেও তার সহযোগী ঐশী এই প্রথম ক্যামেরার সামনে অভিনয় করবেন। মিউজিক ভিডিওটি নাচ গান দিয়েই সাজানো হয়েছে। উল্লেখ্য, বরিশালের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশী ২০১৮ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে মিস ওয়ার্ল্ড শিরোপা অর্জন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ