Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডেমি মুরের আক্ষেপ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

অভিনেত্রী ডেমি মুর বুঝতে পারেন না হলিউডে একটা বয়স পেরোলে অভিনেত্রীদের কেন ‘অশুভ, তিক্ত, ভিলেন’-এর ভূমিকায় অভিনয় করতে হয়। ৫৬ বছর বয়সী অভিনেত্রীটির সর্বশেষ ফিল্ম ‘কর্পোরেট অ্যানিমেল্স’ সম্প্রতি মুক্তি পেয়েছে। এই ফিল্মে তিনি একটি বহুজাতিক কোম্পানির অহংকারী প্রধান নির্বাহীর ভূমিকায় অভিনয় করেছেন। ১৯৯০ দশকে ডেমি ‘আ ফিউ গুড ম্যান’, ‘ডিসক্লোজার’, ‘ইনডিসেন্ট প্রোপোজাল’ এবং ‘গোস্ট’-এর মত সফল চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি মনে করেন বয়স্ক নারীদের নিয়ে রোমান্টিক ফিল্ম নির্মাণ করা দরকার। “আমি চিরাচরিত ধারার অভিনয় এড়াবার ব্যাপারে সাবধানী, যেখানে বয়স্ক নারীদের অশুভ, তিক্ত আর ভিলেন হিসেবে দেখান হয়। এমন পরিস্থিতি আমাদের এড়িয়ে যেতে হবে। আমরা রোমান্সও চাই! আমরা সবকিছু চাই!” তিনি বলেন। ডেমি জানান আজকাল চরিত্র বাছাইয়ে তিনি খুব খুঁতখুঁতে। তিনি বলেন, “আমার মনে হয় এখন আমি খুব খুঁতখুঁতে। আর সবার সঙ্গে কাজ করার পর আমি আরও দুর্র্ধষ হয়ে উঠেছি। আসলে এটিই আমার পুরো ক্যারিয়ারে অভিজ্ঞতা। ‘কর্পোরেট অ্যানিমেল্স’ ফিল্মটিতে প্যাট্রিক ব্রাইসের পরিচালনায় আরও অভিনয় করেছেন এড হেল্মস, জেসিকা উইলিয়াম্স এবং কেরান সোনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ