Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নবম জাতীয় সংসদ

প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের প্রথম ও দ্বিতীয় খন্ড প্রকাশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার নবম জাতীয় সংসদে দেয়া প্রশ্নোত্তর সম্বলিত সংকলন নবম জাতীয় সংসদ: প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের প্রথম ও দ্বিতীয় খন্ড প্রকাশিত হয়েছে। একুশের বইমেলায় সংকলনটি পাওয়া যাচ্ছে।
গত বৃহস্পতিবার রাতে সংসদ ভবন কার্যালয়ে প্রধানমন্ত্রীর হাতে সংকলনের খন্ড দুটি তুলে দেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এবং প্রধানমন্ত্রীর স্পীচ রাইটার মো. নজরুল ইসলাম। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান এবং একান্ত সচিব-১ মো. তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন। মোট ১১ খন্ডে নবম জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরসম‚হ প্রকাশ করা হচ্ছে। সংসদীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে শেখ হাসিনাই সর্বপ্রথম বাংলাদেশের সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু করেন। এই সংকলনগুলোতে পাঠকরা প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনার সংসদ কার্যক্রমে গভীর প্রজ্ঞা, দেশ গড়ার প্রত্যয় এবং ইচ্ছাশক্তির পরিচয় পাবেন। পাশাপাশি বাংলাদেশ সরকারের মন্ত্রণালয় ও বিভাগসম‚হের আওতায় দেশের বিভিন্ন খাতে সম্পাদিত ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে সক্ষম হবেন। সংকলনটির প্রধান সম্পাদক ইহসানুল করিম। এটি গ্রন্থনা ও সম্পাদনা করেছেন মো. নজরুল ইসলাম। আর সহযোগতিায় ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী প্রস সচিব ইমরুল কায়েস। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সদ্য সাবেক মহাপরিচালক ইসতাক হোসেন প্রকাশনার কাজ তত্ত¡াবধান করেন। নবম জাতীয় সংসদ: প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর সংকলনটি প্রকাশ করেছে গৌরব প্রকাশন, বাংলাবাজার ঢাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ