Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বর্তমান সরকার মসজিদ ভিত্তিক মক্তব চালু করেছে কামরুল ইসলাম এমপি

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বর্তমান সরকার মসজিদ ভিত্তিক মক্তব চালু করেছেন। এই মক্তবে যারা শিক্ষা দান করবেন তাদের জন্য সরকার বেতনের ব্যবস্থা করেছেন। যে ব্যক্তি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন সে কোন পাপের কাজ করতে পারে না। ছোট ছেলে-মেয়েদেরকে কোরআন শিক্ষা দেয়া আমাদের প্রত্যেকের দ্বায়িত্ব। যারা ছোট বয়স থেকে কুরআন শিক্ষা লাভ করে তারা বড় হয়ে কোনো দিন বিপথগামী হয় না। ধর্মীয় শিক্ষা না থাকার কারণে অনেক যুবক জঙ্গি ও মাদকসেবীতে পরিণত হচ্ছে। তিনি গতকাল কেরানীগঞ্জর গদারবাগের নুরানীবাগ হাজী সোলাইমান জামে মসজিদের নির্মাণ কাজের শুভ উদ্বোধন কালে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি হাজী মো: আনোয়ার হোসেন, মসজিদের মুতায়াল্লী হাজী মো: আরমান, কালিন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী ফজলুল হক, আবুল হাসান মোস্তান, আব্দুল খালেক, হাজী মোজাম্মেল প্রমুখ। পরে মন্ত্রী সোনার বাংলা আবাসিক প্রকল্পের সোনার বাংলা আনোয়ার গার্ডেন ও সোনার বাংলা আনোয়ার গ্রীন ভিউ এর শুভ উদ্বোধন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ