Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

নতুন করে ব্যান্ডদল নিয়ে যাত্রা শুরু করেছেন এস আই টুটুল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

জনপ্রিয় কন্ঠশিল্পী এস আই টুটুল ২০০৫ সালে তার হাতেগড়া ব্যান্ডদল ‘ধ্রুবতারা’ নিয়ে নতুন করে যাত্রা শুরু করেছেন। ‘ধ্রুবতারা’কে সচল করে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন তিনি। টুটুল বলেন, ‘আমেরিকাতে থাকাবস্থাতেই আমার গুরু আইয়ূব বাচ্চু মারা যান। তারসঙ্গে দীর্ঘ ১৭টি বছর থেকেছি। আজ আমার সঙ্গীতজীবনে যে অবস্থান তার নেপথ্যে বাচ্চু ভাইয়ের অবদান সবচেয়ে বেশি। বাচ্চু ভাইয়ের হঠাৎ প্রয়াণে আমি সত্যিকার অর্থেই অনেকটাই ভেঙ্গে পড়েছি। দেশে ফিরে তাই আমার ব্যান্ডদল ‘ধ্রুবতারা’কে পুনর্গঠনে মনোযোগ দিয়েছি। কারণ এই ব্যান্ডদল নিয়ে বাচ্চু ভাইয়েরও অনেক স্বপ্ন ছিল। তার সেই স্বপ্ন পূরণ করতে এবং আমাদের সবার ভবিষ্যতের ছায়া হয়ে ধ্রুবতারা যেন মাথার উপরে থাকে সেভাবেই এই দল গড়ে তোলার চেষ্টা করছি।’ টুটুল জানান, তার ব্যান্ডদল ‘ধ্রুবতারা’ থেকে সিলেট, ঢাকা, টাঙ্গাইল, গাজীপুর স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাবেন। ‘ধ্রুবতারা’র লাইন আপ হচ্ছে বেজ গীটারে পার্থ মজুমদার, ড্রামসে মুজিব, লিড গীটারে সেলিমুজ্জামান, বাঁশিতে বাবু, কী বোর্ডে নাদিম এবং ভোকাল ও সেকেন্ড লাইন গীটার এস আই টুটুল। টুটুল জানান, ‘ধ্রুবতারা’র উদ্যোগে নতুন বিশটি মৌলিক গানের কাজ চলছে। এরইমধ্যে গানগুলোর কাজ শুরু হয়েছে। গানগুলো লিখছেন কবির বকুল, কায়েস চৌধুরী, বাপ্পী খান, রঞ্জু রেজা, লতিফুল ইসলাম শিবলী, লিটন ঘোষ জয়, রবিউল ইসলাম জীবন, জাহিদ আকবর। এ বছরই গানগুলো তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘এসআই টুটুল অরিজিনাল’-এ প্রকাশ পাবে। এদিকে টুটুল সিনেমার গানের কাজ নিয়ে ব্যস্ত হয়ে উঠেছেন। ইতোমধ্যে জুবায়ের ইবনে বকরের ‘লীলাবতী’ সিনেমার জন্য গান করেছেন। এছাড়াও মুশফিকুর রহমান গুলজার ও প্রদীপ ঘোসের দুটি সিনেমার জন্য গান করবেন। আইয়ূব বাচ্চুর সঙ্গে টুটুলের পরিচয় হয় ১৯৮৭ সালে। ১৯৮৯ সাল থেকে বাচ্চুর ব্যান্ড দল ‘এলআরবি’তে কী বোর্ড বাজিয়েছেন ১৫ বছর। এরপর নিজেই একা পথ চলেছেন। উল্লেখ্য, ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায়না’,‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় সঙ্গীত শিল্পী হিসেবে এবং ‘বাপজানের বায়োস্কাপ’র জন্য তিনি সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ