Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কামাল আহমেদের অ্যালবাম একুশের স্বরলিপি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে লেজার ভিশন-এর ব্যানারে প্রকাশিত হয়েছে কন্ঠশিল্পী কামাল আহমেদ এর অ্যালবাম ‘একুশের স্বরলিপি’। অ্যালবামটিতে মোট ১২টি ভাষা দিবসের গান রয়েছে। উল্লেখযোগ্য কয়েকটি গান হলো- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, একুশে ফেব্রুয়ারি, আমার ভাষা মাতৃভাষা, ভাষা শহীদেরা, একুশ তুমি লাল পতাকা ও মায়ের মত মাতৃভাষা ইত্যাদি। গানগুলোর কথা লিখেছেন আজাদ রহমান, কে.জি. মোস্তফা, ফজল-এ-খোদা, সৌমিত্র ব্যানার্জী, শাফাত খৈয়াম, এম. আর. মঞ্জু , মুজাহিদুল হক লেনিন, শ্যামলী মন্ডল ও মোহাম্মদ ফয়সল খান এবং সুর করেছেন আজাদ রহমান, শেখ সাদী খান, মোঃ নজরুল ইসলাম, মোঃ শাহ নেওয়াজ, আলী হোসেন, সৌমিত্র ব্যানার্জি, মুজাহিদুল হক লেনিন, ইবনে রাজন ও মোঃ মাসুদ রানা। উল্লেখ্য, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা কামাল আহমেদ বরাবরই একজন প্রতিভাবান কন্ঠশিল্পী। তিনি মূলত একজন রবীন্দ্র সঙ্গীতশিল্পী হিসেবে সবার কাছে পরিচিত। এবারই তিনি প্রথম মাতৃভাষা দিবসকে নিয়ে গান করলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ