Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আশাশুনিতে চালক খুন মোটরসাইকেল ছিনতাই

২২ ঘণ্টা পর লাশ উদ্ধার : গ্রেফতার ৪

আশাশুনি (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালককে শ্বাসরোধ করে হত্যার পর লাশ গুম ও মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনার ২২ ঘন্টার মধ্যে লাশ উদ্ধার ও হত্যাকারীদের গ্রেফতার করা হয়েছে। উপজেলার আনুলিয়া ইউনিয়নের মধ্যম একসরা দাখিল মাদরাসার লেট্রিনের সেফটি ট্যাংকির মধ্য থেকে গত বৃহস্পতিবার দিনগত রাত্র ১২ টার দিকে লাশ উদ্ধার করা হয়।
আনুলিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের খোকন গাজীর ছেলে জাহাঙ্গীর হোসেন (২৪) ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক। গত ৬ ফেব্রিয়ারি বুধবার রাত্র ১০ টার দিকে মধ্যম একসরা গ্রামের বশির সানার ছেলে আব্দুল আজিজ (৪০), সালামুদ্দিন (খোকন) কারিকরের ছেলে আল আমিন কারিকর (২৫) ও অব্দুল্লাহ কারিকরের ছেলে রবিউল ইসলাম (৩০) একসরা লঞ্চঘাটে যাওয়ার কথা বলে জাহাঙ্গীরের মোটরসাইকেল ভাড়া করে। রাজাপুর গ্রাম হতে তার মোটরসাইকেলে উঠে রওয়ানা দিয়ে মধ্যম একসরা দাখিল মাদরাসার কাছে পৌছলে পেছন দিক থেকে যাত্রীবেশী ছিনতাইকারীরা তার গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর লাশ মাদরাসার সেফটি ট্যাংকির মধ্যে ফেলে রেখে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরদিন সন্ধ্যায় সাথী খাতুন তার স্বামীর কোন খোঁজখবর না পেয়ে স্থানীয় গ্রাম পুলিশ আ. সাত্তারকে জানালে, যাত্রী রবিউলকে ডেকে ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটনের কাছে নেয়া হয়। জিজ্ঞাসাবাদে রবিউল হত্যার কথা স্বীকার করে। পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থানে পৌছে মধ্যম একসরা গ্রামের বশির সানার ছেলে আব্দুল আজিজ (৪০), একই গ্রামের সালামুদ্দিন (খোকন) কারিকরের ছেলে আল আমিন কারিকর (২৫) ও অব্দুল্লাহ কারিকরের ছেলে রবিউল ইসলাম (৩০) ও শরিফুল ইসলাম (২৫) কে গ্রেফতার এবং সেফটি ট্যাংকির মধ্য থেকে লাশ উদ্ধার করে। মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। আশাশুনি থানার ওসি বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা স্বীকার করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ