Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজবাড়ীতে প্রশ্নফাঁস চক্রের ৩ সদস্য গ্রেফতার

রাজবাড়ী জেলা সংবাদাতা | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

বৃহস্পতিবার দিবাগত রাতে রাজবাড়ীতে প্রশ্ন ফাস চক্রের তিনজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।
আটককৃতরা হলো, রাজবাড়ী সদর উপজেলার ইন্দ্রনারায়নপুর এলাকার হক মিয়ার ছেলে মতিন মিয়া, গোপিনাথ পুর এলাকার আবু বক্কারের ছেলে মো. জুয়েল হোসেন ও একই এলাকার মো. ইউসুফ আলীর ছেলে কামরুল হাসান।
র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুস সাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রশ্নফাস চক্রের এই অঞ্চলের প্রধান মতিন মিয়াকে রাজবাড়ীর রেল স্টেশন এলাকা থেকে ও তার দেওয়া তথ্য মতে অপর দুই সহযোগি কামরুল হাসান ও জুয়েলকে রাজবাড়ি সদর উপজেলা ভান্ডারিয়া এলাকা থেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পরে তাদের মামলার প্রক্রিয়া শেষে তাদের রাজবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ