Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরগঞ্জে মুদি দোকানে চুরি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি মুদি দোকানের তালা ভেঙে লাখাধিক টাকার মালামাল চুরি হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ওই চুরি সংঘটিত হয়।
জানা যায়, উপজেলার মগটুলা ইউনিয়নের নারায়নপুর নতুন বাজারে আবুল কালামের মুদি দোকানে ওই চুরি সংঘটিত হয়। বৃহস্পতিবার মধ্য রাতে দোবানী আবুল কালাম দোকান বন্ধ করে বাড়িতে চলে গেলে তালা ভেঙে আনুমানিক নগদত ৮ থেকে ১০হাজার টাকা ও প্রায় ৯০ থকে ৯৫ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। দোকানী আবুল কালাম জানান, চুরি যাওয়া জিনিসের মধ্যে রয়েছে সোয়াবিন তেল, প্যারাসুট নারকেল তেল, ডাল, চিনি, সাবান, ডিটারজেন্ট পাউডার, ৪টি মুড়ির বস্তা ও ৪হাজার ২শ টাকার সুটকি মাছ। সব মিলিয়ে প্রায় লাখাধিক টাকার মালামাল চুরি হয়েছে। পরিবারের আয়ের একমাত্র অবলম্বন ছিল ওই দোকনটিই। দোকানে চুরি হওয়ায় তিনি সর্বস্ব হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে তিনি কেঁদে ফেলেন।
ইউপি সদস্য আসকর আলী জানান, বিষয়টি অত্যান্ত দুঃখ জনক । গরীব ব্যবসায়ী কালামের এটিই ছিল চলার পথ।
বাজার সভাপতি মিনহাজ উদ্দিন মাস্টার জানান বাজার কমিটি বিষয়টি নিয়ে আলোচনা করে দোকানী কালাম কে আইনানুগ ভাবে ব্যবস্থা নিতে পরামর্শ দিয়েছেন। এ প্রতিবেদন লিখা পর্যন্ত দোকানীর পক্ষে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ