Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নকলে সহায়তা, হল সুপারসহ তিনজনের জেল

মহেশপুর (ঝিনাইদহ) উপজেলাা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

মহেশপুরের জলিলপুর আলিম মাদরাসা পরীক্ষা কেন্দ্রে দাখিল পর্যায়ে গণিত পরীক্ষায় নকলে সহায়তা করায় হলসুপারসহ তিন জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে।
গত বৃহস্পতিবার গণিত পরীক্ষা চলাকালে হলসুপার মাওলানা দেলোয়ার হোসেন একটি কক্ষে নিয়মবহির্ভূতভাবে একই সেটের প্রশ্নপত্র বিতরন করেন। এছাড়া সোহাগ রানা নামক এক পরীক্ষার্থীকে নকল করার সহযোগিতার অপরাধে কর্তব্যরত ম্যাজিস্ট্রেট হলসুপার মাওলানা দেলোয়ার হোসেন ও পরীক্ষার্থী সোহাগকে হল থেকে বহিস্কার করে এবং আটক করে পুলিশে সোপর্দ্দ করে। এ সময় হলের ভেতর থেকে বহিরাগত রুশিয়া আক্তার নামক এক বিশ্ববিদ্যালয় ছাত্রীকেও আটক করা হয়।
পরে সন্ধ্যা ৭টায় সহকারী কমিশনার (ভূমি) রোজিনা আক্তার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৯৮০ এর ৯ ধারা মোতাবেক সোহাগরানা ও হলসুপার দেলোয়ার হোসেনকে ২ বছর করে ও রুশিয়া আক্তারকে ৩ দিনের কারাদন্ড দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ