Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়ার চিকিৎসায় সাহায্যের আবেদন

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নের হাজিপুর গ্রামের ৫ম শ্রেণির মেধাবী ছাত্রী জয়া মন্ডল দুরারোগ্য ব্ল্যাড ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে লড়ছে। চিকিৎসকরা তাকে কেমোথেরাপি দেওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু এ জন্য দরকার ১০ লাখ টাকার। এরই মধ্যে তার বাবা নেপাল মন্ডল জমিজমা বিক্রি করে মেয়ের চিকিৎসার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। এখন তিনি সম্বলহীন হয়ে তার চিকিৎসার কোন অর্থ ব্যয়ের বোঝা বহন করতে পারছেন না।
নেপাল মন্ডল জানান, মেয়েকে বাঁচাতে সাতক্ষীরার ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মনোয়ার হোসেন ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. কাজী আরিফ আহমেদ আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু অর্থাভাবে তার চিকিৎসা আর এগুচ্ছে না।
জয়ার মা প্রতিমা মন্ডল মেয়ের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীসহ দেশের দানশীল, ধনবান, সহৃদয় ব্যক্তিদের কাছে আর্থিক সহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা
প্রতিমা মন্ডল
হিসাব নম্বর ০০২২৪২৫০৮
জনতা ব্যাংক
কর্পোরেট শাখা, সাতক্ষীরা।
মোবাইল ০১৭৩৬৩০৪২৬৩।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ