Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় আহত পিএসআইয়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

রাজধানীর বিজয় সরণিতে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষানবিশ উপ পরিদর্শক (পিএসআই) এনামুল হকের (২৩) মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে গত মঙ্গলবার বিকেলে বিজয় সরণি দিয়ে মোটরসাইকেলে করে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন এনামুলসহ দু’জন। আহত আরেকজন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কাফরুল থানার এসআই আশরাফুল আলম বলেন, বুধবার এনামুলের কর্মস্থলে যোগদানের কথা ছিল। কিন্তু সেটি আর সম্ভব হলো না। মোটরসাইকেল দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গেছেন তিনি।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে গাজীপুরের বাড়ি থেকে মোটরসাইকেলে করে বিজয় সরণি এলাকায় আসলে তারা দুইজন সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। পরে এনামুলকে স্কয়ার এবং অন্যজনকে শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। তার লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনায়

২৯ ডিসেম্বর, ২০২২
৭ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ