Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

এবার ক্রীড়া ভাতা দেয়া হবে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৯, ৯:৪৭ পিএম

এবার সাবেক খেলোয়াড় ও সংগঠকদের ক্রীড়া ভাতা দেয়া হবে। এমন তথ্য বৃহস্পতিবার দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি। এদিন বিকেলে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে সম্মিলিত ক্রীড়া পরিবার সংবর্ধনা দিয়েছে নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে। সংবর্ধনা অনুষ্ঠান শেষে রাসেল মিডিয়াকে বলেন,‘ ‘আমরা সহসাই ক্রীড়া ভাতা চালু করার ব্যবস্থা করছি। ক্রীড়াঙ্গনে অসহায় দুস্থদের জন্য দুস্থ ভাতা রয়েছে। কিন্তু ক্রীড়া ভাতা নেই। আমরা এটা চালু করতে চাই। ক্রীড়া ভাতার মাধ্যমে সাবেক ক্রীড়াবিদ ও সংগঠকদের আর্থিক সহযোগিতা করা হবে। যারা খেলাধুলার জন্য জীবনের প্রায় পুরোটা সময় নিজেকে বিলিয়ে দিয়েছেন তাদের সহযোগিতা করতে সব সময়ই প্রস্তুত আমাদের সরকার। ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী সব সময়ই খেলোয়াড় ও সংগঠকদের পাশে আছেন।’ সম্মিলিত ক্রীড়া পরিবারের ভারপ্রাপ্ত আহবায়ক হারুনুর রশিদের সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। সংবর্ধনা অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল বলেন, ‘মন্ত্রী হওয়ার আগে আমি সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ছিলাম। ক্রীড়াঙ্গন সম্পর্কে আমার যথেষ্ট ধারনা রয়েছে। ক্রীড়া পরিবার সম্পর্কেও আমি জানি। ক্রীড়া পরিবারের যথেষ্ট অবদান রয়েছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে।’

নিজের সংবর্ধনা অনুষ্ঠান হলেও ক্রীড়াঙ্গনের কয়েকটি বিষয়ে তার দৃঢ় অবস্থান নিশ্চিত করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘প্রতিটি ক্রীড়া ফেডারেশনে সভাপতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ। কিন্তু দু:খজনক হলেও সত্য অনেক ফেডারেশনের সভাপতিগন ক্রীড়াঙ্গনে নিয়মিত নন। তাদেরকে সময় দিতে হবে খেলার প্রতি।’

ফেডারেশনগুলোর নির্বাচনের প্রতি গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী রাসেল বলেন, ‘গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ক্রীড়াঙ্গনও হবে গণতান্ত্রিক। তাই ফেডারেশনগুলোর অ্যাডহক কমিটি ভেঙে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা হচ্ছে।’ ক্রীড়াঙ্গনে অসহায় দুস্থদের জন্য দুস্থ ভাতা রয়েছে।

আর্থিক অনিয়মের অভিযোগে এক সপ্তাহ আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) চিঠি দিয়েছে দূর্নীতি দমন কমিশন (দুদক)। এ চিঠি পেয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন ও প্রধান হিসাব রক্ষক কর্মকর্তা আবু হোসেন। বাফুফেকে দেয়া দুদকের চিঠির প্রতিক্রিয়ায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি এবার মুখ খুলেছেন। তিনি বলেন,‘বাফুফেতে দুদকের হানা বিব্রতকর। বিষয়টি খতিয়ে দেখতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে।’ প্রতিমন্ত্রী আরো বলেন,‘আমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার আগে দীর্ঘ ১০ বছর যুব ও ক্রীড়া সম্পর্কিত সংসদীয় উপ-কমিটির চেয়ারম্যান ছিলাম। এই সময়ের মধ্যে কখনো এমন ঘটনা ঘটেনি। আমি এর আগে দেখিনি কোনো ক্রীড়া ফেডারেশনকে দুদক চিঠি দিয়েছে। এটাই প্রথম। যা সত্যিই বিব্রতকর। আমরা চাই ক্রীড়াঙ্গন দুর্নীতিমুক্ত থাকুক। তাই বাফুফে দেয়া দুদকের চিঠির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি কেউ অনিয়ম করে থাকেন তাহলে তার জবাবদিহী অবশ্যই করতে হবে।’

সম্মিলিত ক্রীড়া পরিবাররে সদস্য সচিব ফজলুর রহমান বাবুল প্রাথমিক বক্তব্য দেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাবেক জাতীয় তারকা ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু। বক্তব্য রাখেন বাদল রায়, গোলাম সারওয়ার টিপু, গাজী আশরাফ হোসেন লিপু, দেওয়ান শফিউল আরেফিন টুটুল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক তারকা ফুটবলার আবদুল গাফফার, সাবেক তারকা ক্রীড়াবিদ কামরুন নাহার ডানা, শফিকুল ইসলাম মানিক, জালাল আহমেদ চৌধুরী, সত্যজিত দাস রুপু, ওয়াহিদুজ্জামান পিন্টু, মরিয়ম তারেক, ক্রীড়া সংগঠক হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদ্জ্জুামান কোহিনুর, অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস, টিটি ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ মো. জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি খোন্দকার হাসান মুনীর, শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি নুরুল আলম চৌধুরী, বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক একে সরকার, সাইক্লিং ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ইমতিয়াজ খান বাবুল, রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান, তায়কোয়ান্ডো ফেডারেমনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা, বক্সিং ফেডারেশনের সহ-সভাপতি নিজামউদ্দিন চৌধুরী পারভেজ ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মোল্লা আবু কাউছারসহ অন্যরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রীড়া ভাতা

৮ ফেব্রুয়ারি, ২০১৯
৭ ফেব্রুয়ারি, ২০১৯
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ