Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

ডলারের বিনিময় হার পতনে স্বর্ণের বাজার ঊর্ধ্বমুখী

প্রকাশের সময় : ১৪ মে, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : মূল্যবান ধাতুর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর রয়েছে বাড়তির দিকে। এর আগে দর দুই সপ্তাহে সর্বনিম্নের কাছাকাছি নেমে এলেও ডলারের বিনিময় হার হ্রাসের পরিপ্রেক্ষিতে সম্প্রতি পণ্যটির বাজার স্থির হয় ঊর্ধ্বমুখিতায়। এর ধারাবাহিকতায় এদিন একই সঙ্গে দাম বেড়েছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের। নিউইয়র্কের কমোডিটি এক্সচেঞ্জে (কোমেক্স) জুনে সরবরাহের চুক্তিতে গত বুধবার স্বর্ণের দাম বেড়েছে আউন্সে ১০ ডলার ৭০ সেন্ট। এদিন এখানে চুক্তিটির আওতায় পণ্যটির বাজার স্থির হয় প্রতি আউন্স ১ হাজার ২৭৫ ডলার ৫০ সেন্টে। দিনব্যাপী লেনদেনে পণ্যটির দরবৃদ্ধির হার দশমিক ৯ শতাংশ। অন্যদিকে কোমেক্সে এদিন জুলাইয়ে সরবরাহ চুক্তিতে রুপার দাম বেড়েছে আউন্সে ২২ দশমিক ৭ সেন্ট। আগের দিনের চেয়ে ১ দশমিক ৩ শতাংশ বেড়ে এদিন পণ্যটির বাজার স্থির হয় প্রতি আউন্স ১৭ ডলার ৩২ সেন্টে। গত বুধবারের আগ পর্যন্ত মূল্যবান ধাতুর আন্তর্জাতিক বাজারে স্বর্ণ ও রুপার দাম ছিল নিম্নমুখী। এ সময়ের মধ্যে জাপানি ইয়েনের বিপরীতে ডলারের বিনিময় হার বেড়ে দাঁড়ায় দুই সপ্তাহে সর্বোচ্চে। ডলারের বিনিময় হারের সঙ্গে মূল্যবান ধাতুর দরের ব্যাস্তানুপাতিক সম্পর্কের ধারাবাহিকতায় এ সময় পণ্য দুটোর মূল্য হয়ে ওঠে নিম্নমুখী। মূল্যবান ধাতুর বাজার ডলার নিয়ন্ত্রিত হওয়ায় মুদ্রাটির অবমূল্যায়নে সাধারণত খরচ কমে গিয়ে বেড়ে যায় পণ্যগুলোর আমদানি বা বিনিয়োগ চাহিদা। এর বিপরীত ঘটনা দেখা যায় মুদ্রাটির বিনিময় হার বৃদ্ধির ক্ষেত্রে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডলারের বিনিময় হার পতনে স্বর্ণের বাজার ঊর্ধ্বমুখী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ