Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মন্দিরে হামলায় ক্ষুব্ধ ইমরান খান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

পাকিস্তানের সিন্ধু প্রদেশের কুমব শহরের হিন্দু মন্দিরে হামলার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। গত মঙ্গলবার রাতে এক টুইটার বার্তায় তিনি ক্ষোভ প্রকাশ করে এ নির্দেশ দেন।
ইমরান খান টুইটে লেখেন, ‘সিন্ধু প্রদেশের প্রশাসন এই হামলার বিষয়ে দ্রুত প্রদক্ষেপ নেবে এমনটাই আশা করছি।’ তিনি হামলাকারীদের খুঁজে বের করার কথা উল্লেখ করে বলেন, ‘ভিন্নধর্মীদের ওপর এই হামলা পবিত্র কুরআনের শিক্ষাবিরোধী আচরণ।’
সূত্র জানায়, স্থানীয় পুলিশ হামলাকারীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান চালিয়ে যাচ্ছে। গতকাল বুধবার পর্যন্ত কোনো অগ্রগতি জানা যায়নি। ইমরানের বিশেষ উপদেষ্টা এমএনএ রমেশ কুমার ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সে সময় তার সঙ্গে স্থানীয় কমিশনার ও পুলিশ কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। তিনি তাদেরকে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দেন। পরিদর্শনের সময় তিনি স্থানীয় হিন্দু জনগোষ্ঠীর প্রধানদের সঙ্গে দেখা করেন এবং ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ জেনে নেন।
এদিকে, সিন্ধু প্রদেশের গভর্নর মন্দিরের পবিত্রতা বিনষ্টকারীদের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘এই হামলাকে ষড়যন্ত্রমূলক কর্মকান্ড বলে মনে হচ্ছে। আমাদের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের উদ্দেশ্যেই একটি অসাধু মহল এই ধরনের ঘৃণ্য কাজ করেছে।’
উল্লেখ্য, গত সোমবার কুমব শহরের একটি মন্দিরে দেবদেবীর মূর্তি ভাঙচুর করে একদল দুর্বৃত্ত। সে সময় মন্দিরে আগুনও দেয় তারা। মন্দিরে হামলার ঘটনাটি হিন্দু-মুসলিম নির্বিশেষে সমালোচিত হয়েছে। গণমাধ্যমের সংবাদে উল্লেখ করা হয়, এ ধরনের হামলার ঘটনা পাকিস্তানে বেশ বিরল। সূত্র : এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ