বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অমর একুশে গ্রন্থমেলার সপ্তম দিন আজ (বৃহস্পতিবার)। গতকাল বুধবার মেলা শুরু হয় বিকেল ৩টায়। শুরুতেই ঝাঁকে ঝাঁকে স্কুল কলেজপড়ুয়া ছেলেমেয়েদের দেখা গেছে মেলা প্রাঙ্গণে। তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজ থেকে এসেছে। আপাতত মেলার স্টলগুলো ঘুরে দেখাই উদ্দেশ্য। সামনে আরো কয়েকবার তারা আসতে চান মা-বাবাকে সঙ্গে নিয়ে পছন্দের বইগুলো কিনতে। একজন জানান, হুমায়ূন আহমেদের সব বই পড়া শেষ। তাই তিনি নতুন লেখকের সন্ধান করছেন যিনি হুমায়ূন আহমেদের মতো করে তাকে ধরে রাখতে পারবেন। ছাত্রদের মধ্যে একজনের হাতে বেশ কিছু অনূদিত থ্রিলার বই দেখা যায়। তিনি বলেন, দেশি থ্রিলার বইগুলোর থেকে বিদেশি থ্রিলার বই পড়তে ভালো লাগে।
বই মেলার ষষ্ঠ দিনে প্রতিটা প্রকাশনী সংস্থা থেকে বেশকিছু নতুন বই এসেছে। এ দিনে বাংলা একাডেমিতে নতুন বই জমা পড়েছে ১৪২টি। প্রথম দিন নতুন বই জমা পড়েছিল সাতটি। দ্বিতীয় দিনে ৮১টি। তৃতীয় দিনে ১৩৮টি ও চতুর্থ দিনে ১৪১টি। প্রতি দিনই নতুন বইয়ের সংখ্যা বাড়ছে। গল্প-উপন্যাস-কবিতা-প্রবন্ধ-অনুবাদ-শিশুসাহিত্য সব ধরনের বই আছে এ তালিকায়। তবে এখন পর্যন্ত কবিতা এগিয়ে আছে। গল্প ও উপন্যাসের বইও এসেছে পর্যাপ্ত। প্রবন্ধ ও অনুবাদের বই সামনে আরো আসবে বলে ধারণা করা যাচ্ছে। মোড়ক উন্মোচন: মেলার মোড়ক উন্মোচন মঞ্চে মোড়ক উন্মোচন করা হয় বিভিন্ন বইয়ের। চতুর্থ দিন নয়টি, তৃতীয় দিন আটটি ও দ্বিতীয় দিন সাতটি বইয়ের মোড়ক উন্মোচিত হয়। আর ষষ্ঠ দিনে ৫টি বইয়ের মোড়ক উন্মোচন হয়।
অংশগ্রহণের নিয়মাবলি: আগ্রহী লেখক বা বইয়ের প্রকাশক মেলার মূল তথ্যকেন্দ্রে মোড়ক উন্মোচনের উদ্দেশে বই জমা দেবেন। এজন্য তাকে নির্দিষ্ট পরিমাণ ফি জমা দিতে হবে। বাংলা একাডেমির ভেতরে এই তথ্য কেন্দ্রে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বই জমা নেয়া হয়। লিটলম্যাগ চত্বর: লিটলম্যাগ চত্বরের এবারের বিশেষ আকর্ষণ কয়েকটি বিশেষ সংখ্যা। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলার অধ্যাপক শহীদ ইকবাল সম্পাদিত চিহ্ন পত্রিকাটির উত্তরাধুনিক সংখ্যা এবারের মেলায় এসেছে। সংখ্যাটিতে উত্তরাধুনিক সাহিত্যের তত্ত¡ ও প্রবণতা সম্পর্কে বেশ কয়েকটি প্রবন্ধের পাশাপাশি নিয়মিত আয়োজন হিসেবে গল্প-কবিতাও আছে। গল্পকথার স্টলে পাওয়া যাচ্ছে হাসান আজিজুল হক, রিজিয়া রহমান, সেলিনা হোসেন, আবদুশ শাকুর, শওকত আলী, রাজিয়া খান সংখ্যা পাওয়া যাচ্ছে। অল্প কিছুদিনের মধ্যে আহমদ ছফা সংখ্যা চলে আসবে বলে জানান পত্রিকাটির সম্পাদক অধ্যাপক চন্দন আনোয়ার। বৃহস্পতিবার মেলার সপ্তম দিন। মেলা শুরু হবে বিকেল ৩টায়, চলবে রাত ৯টা পর্যন্ত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।