বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দেশ-বিদেশের ৮শ চিকিৎসকের অংশগ্রহণে নগরীতে ‘জরুরি পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যসেবা প্রদান’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে পাঁচ তারকা হোটেল রেডিসন বøু-তে এ সম্মেলন শুরু হয়। এতে ৯৮জন চিকিৎসক তাদের গবেষণাপত্র উপস্থাপন করবেন। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ (সিআইএমসি) ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ (সিআইডিসি) এ সম্মেলনের আয়োজক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি ভিসি অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। সিআইএমসি’র অধ্যক্ষ আমির হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন চবি মেডিকেল ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ডা. সেলিম মো. জাহাঙ্গীর, আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি অব মালয়েশিয়ার মেডিকেল ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. আজমী মোহাম্মদ নুর, সিআইডিসি অধ্যক্ষ অধ্যাপক ডা. মুসলিম উদ্দিন সবুজ, সম্মেলনের প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারী ডা. কামরুল হাসান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।