পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) মেয়াদ এক দিন বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ব্যবসায়ীরা দুই দিন সময় বাড়ানোর আবেদন করে এক দিন বাড়তি পেলেন। ফলে আগামী শনিবারও মেলায় গিয়ে কেনাকাটা করার সুযোগ পাবেন দর্শনার্থীরা। রাজধানীর শেরেবাংলা নগরে গত ৯ জানুয়ারি বাণিজ্য মেলা শুরু হয়। শেষ হওয়ার কথা ছিল ৮ ফেব্রæয়ারি, অর্থাৎ আগামী শুক্রবার। কয়েক দিন আগে মেলায় স্টল নেওয়া ৮০-৯০ জন ব্যবসায়ী সময় বাড়ানোর অনুরোধ জানিয়ে একটি আবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দেন। এরই পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় এক দিন সময় বাড়িয়ে দেয়। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মেলা আয়োজক কমিটির সদস্যসচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, ব্যবসায়ীদের আবেদনে বাণিজ্য মন্ত্রণালয় সময় এক দিন বাড়িয়েছে। বাড়তি এক দিনের জন্য স্টলমালিকদের এক দিনের ভাড়া দিতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।