Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

নারীরা পিছিয়ে থাকলে সমাজ বিকশিত হয়না- দীপু মনি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৯, ৯:১৮ পিএম

নারীরা পিছিয়ে থাকলে সমাজ, রাষ্ট্র বা বিশ্বের সম্ভাবনা পুরোপুরি বিকশিত হয় না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, সমাজ এগুবেনা যদি নারীদের পেছনে ফেলে রাখি। নারীদের যে বিশাল সম্ভাবনা রয়েছে, তা কাজে লাগাতে হবে। পুরুষের পাশাপাশি নারীদের সমানভাবে এগিয়ে নিতে হবে। বুধবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর বার্ষিক সমাবেশ ও আনন্দ মেলা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষায় নারীদের অগ্রগতি ঈর্ষণীয় উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যার প্রাজ্ঞ, দূরদর্শী ও সফল নেতৃত্বে বাংলাদেশে নারীদের সমানভাবে বিকশিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশের নারীরা আজ প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, সেনাবাহিনী ও জাতিসংঘ শান্তি মিশনসহ সর্বত্র সুনাম ও দক্ষতার সাথে কাজ করছে।

পুনাক-এর সভানেত্রী হাবিবা জাবেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন লুৎফুল তাহমিনা খান এবং পুনাকের সাধারণ সম্পাদক দিলরুবা হাসান। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দীপু মনি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ