Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডাকসু নির্বাচন হলেই ভোট কেন্দ্র : চলতি সপ্তাহেই তফসিল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০২ এএম | আপডেট : ১:১৪ এএম, ৬ ফেব্রুয়ারি, ২০১৯

সরকারবিরোধী ছাত্রসংগঠনগুলো একাডেমিক ভবনে ভোট কেন্দ্র রাখার দাবি জানালেও হলেই থাকছে ভোট কেন্দ্র। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের গঠনতন্ত্র অনুয়ায়ী হলে ভোট কেন্দ্র রেখে তফসিল ঘোষণা করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুয়ায়ি নির্ধারিত তারিখ ১১ মার্চেই অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। এজন্য চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা করবে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচন কমিশন। গতকাল (মঙ্গলবার) ডাকসু নির্বাচন সামনে রেখে বেলা ১১টায় চূড়ান্ত প্রস্তুতিমূলক সভা শেষে এসব তথ্য জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রাধ্যক্ষ ও নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে এ সভা করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ডাকসুর সভাপতি প্রফেসর মো. আখতারুজ্জামান। 

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর কবি মুহাম্মদ সামাদ বলেন, নির্ধারিত ১১ মার্চ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য রেখেই আমরা কাজ করছি। সাত দিনের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
এর আগে গত ২৯ জানুয়ারি ডাকসুর গঠনতন্ত্র ও আচরণবিধির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা স্নাতকোত্তরে অধ্যয়নরত,বিশ্ববিদ্যালয় থেকে নিয়মিত স্নাতকোত্তর শেষে একাধিক স্নাতকোত্তর বা সান্ধ্যকালীন স্নাতকোত্তর কোর্সে অথবা এমফিলে অধ্যয়নরত ৩০ বছরের মধ্যে থাকা যেকোনো শিক্ষার্থী এ নির্বাচনে প্রার্থী হতে পারবেন। তবে যাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক করেননি,তাঁরা সেই সুযোগ পাবেন না। নির্বাচনের ভোটকেন্দ্র গঠনতন্ত্র অনুযায়ী আবাসিক হলে করার সিদ্ধান্তও নেয় সিন্ডিকেট।
ডাকসুর সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভোটকেন্দ্র হলের বাইরে একাডেমিক ভবনে করা উচিত বলে মনে করে ছাত্রদল ও বামপন্থী ছাত্রসংগঠনগুলো। নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক কোটা সংস্কার আন্দোলকারীরাও এই দাবিতে ভিসির কাছে স্মারকলিপি দিয়েছেন৷
এ বিষয়ে ভিসি প্রফেসর মো. আখতারুজ্জামান বলেন, ডাকসুর গঠনতন্ত্রে ভোটকেন্দ্র হলে করার কথা আছে। সিন্ডিকেটেও একই সিদ্ধান্ত হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ীই নির্বাচন হবে। ডাকসু নির্বাচন পরিচালনায় নিযুক্ত প্রধান রিটার্নিং কর্মকর্তা এসএম মাহফুজুর রহমান বলেন, নির্বাচনের ভোটকেন্দ্র কোথায় হবে, সেই সিদ্ধান্ত সিন্ডিকেটের, এটি এখন আমাদের হাতে নেই। আর এটি অনেক আগে থেকেই মীমাংসিত একটি ইস্যু। আগের নির্বাচনগুলোতে ভোটকেন্দ্র হলেই হয়েছে।
প্রস্তুতিমূলক সভায় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. কামাল উদ্দীন, ডাকসু নির্বাচন পরিচালনায় নিযুক্ত পাঁচ রিটার্নিং কর্মকর্তা, আবাসিক হলগুলোর প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাচনের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে নির্বাচন সুষ্ঠু করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চান ভিসি। #



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ