বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভান্ডারী ক্যালিগ্রাফি ফাউন্ডেশনের উদ্যোগে আজ (বুধবার) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত জামাল খানস্থ চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে (৭ম তলায়) ক্যালিগ্রাফি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। এছাড়া আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া ও মইনীয়া আইনজীবী পরিষদের যৌথ আয়োজনে বিকেল ৫টায় ‘শিক্ষার প্রসার ও শান্তির সমাজ বির্নিমাণে হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভান্ডারীর ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
মাইজভান্ডার দরবারের শাহসুফী সৈয়দ মইনুদ্দীন আহমদ আল-হাসানী মাইজভান্ডারীর ৮২তম খোশরোজ উপলক্ষে ক্যালিগ্রাফি প্রশিক্ষণ কর্মশালা ও সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। এতে সভাপতিত্ব করবেন আনজুমানের সাবেক সভাপতি মোঃ ইকবাল রিছালপুরী। প্রধান অতিথি থাকবেন আনজুমান কেন্দ্রীয় সভাপতি ও মাইজভান্ডার দরবারের সাজ্জাদানশীন শাহসুফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী। বিশেষ অতিথি থাকবেন হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভান্ডারী ট্রাস্টের মহাসচিব অ্যাডভোকেট কাজী মহসীন চৌধুরী, ছোবহানিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ আল্লামা মুফতী হারুনূর রশিদ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার শায়খুল হাদিস আল্লামা হাফেজ সোলায়মান আনসারী, প্রধান ফকিহ কাজী মোহাম্মদ আব্দুল ওয়াজেদ।
ক্যালিগ্রাফি প্রশিক্ষক হিসেবে থাকবেন বিশ্বখ্যাত চীনা ক্যালিগ্রাফার কোয়াং জিয়াং মি (হাজী নূর দ্বীন), ফাতিমা ইয়াং চোসহ দেশবরেণ্য ক্যালিগ্রাফারগণ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।