রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুমিল্লার চৌদ্দগ্রামে জমি দখলে বাধা দেয়ায় হামলা চালিয়ে দুই ব্যক্তিকে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় গত সোমবার রাতে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলার কালিকাপুর ইউনিয়নের জামমুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা গেছে, দীর্ঘদিন ধরে জামমুড়া গ্রামের মিজান উদ্দিন মীর গংয়ের সাথে পাশের বাড়ির আতিকুর রহমান সুজন গংয়ের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত রোববার বিকেলে সুজনের নেতৃত্বে হারুনুর রশিদ, জাহাঙ্গীর আলম, বাবর আলী, বাহার মিয়া ও শাহজাহান দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে জোরপূর্বক বিরোধকৃত জায়গা দখল করতে যায়। এতে বাধা দেয়ায় তারা মিজান উদ্দিন মীর ও তার ভাই আবু সায়েদের উপর হামলা করে। হামলার শিকার দুইজনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে। তখন হামলাকারীরা হুমকি দেয়-মামলা করলে সকলকে প্রাণে হত্যা করা হবে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।