Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তান নাক গলালে সম্পর্ক নিয়ে নতুন করে ভাবা হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ১৩ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তান যদি মাত্রাতিরিক্ত নাক গলায় তাহলে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন করে ভাবা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
আজ শুক্রবার দুপুরে নিজ বাসভবনে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, পাকিস্তান আর তুরস্কের রি-অ্যাকশনটাকে এক পাল্লায় মাপার সুযোগ নেই। পাকিস্তানের বিষয়টি অনেক বেশি বেদনাদায়ক। আমাদের জন্য খুবই ডিস্টার্বিং এবং সেখানে শুধু যে ফাঁসির সময় নিন্দা করা হয়েছে, তা নয়।’
তিনি বলেন, আমরা অতি সম্প্রতি আন্তর্জাতিক সংস্থা কমনওয়েলথের একটি বৈঠকে এ রকম তথ্য পেয়েছি যে, ম্যাডাম খালেদা জিয়ার পক্ষে অবস্থান নিয়ে তাঁরা কিছু বক্তব্য দিয়েছেন। সেটা আরো বেশি মাথাব্যথার কারণ বাংলাদেশের জন্য। ভবিষ্যতে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে এ বিষয়গুলো আমরা অবশ্যই মাথায় রাখব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ