Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটুয়াখালীতে ৩ লাশ উদ্ধার, পানিতে পড়ে নিখোঁজ ১

প্রকাশের সময় : ১৩ মে, ২০১৬, ১২:০০ এএম

পটুয়াখালী জেলা সংবাদদাতা : আজ সকাল ১১ টার দিকে জেলার দুমকী উপজেলার কদমতলী খালের পাড় থেকে দুইদিন আগে নিখোঁজ হোটেল ব্যবসায়ী খলিল মৃধা (৩৫) এর লাশ উদ্ধার করেছে দুমকী থানা পুলিশ।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিবাকর দাস জানান,হোটেল ব্যবসায়ী খলিল বুধবার রাত থেকে নিখোঁজ ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।নিহতের মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশ কিছু জানাতে পারেনি।লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।
এ দিকে আজ সকাল ১০ টার দিকে জেলার মির্জাগঞ্জ উপজেলার আন্দুয়াগ্রাম থেকে অন্ধ আউয়াল রাড়ীর মেয়ে দুই সন্তানের জননী জেসমিন(৩০) এর লাশ বাড়ীর পাশে রাস্তার কাছাকাছি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ । মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, বিবস্ত্র অবস্থায় জেসমিনের লাশ উদ্ধার করা হয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। জেসমিনের স্বামী দ্বিতীয় বিয়ে করে ঢাকায় বসবাস করায় জেসমিন পিতার বাড়ীতে থাকতো। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।
এছাড়াও সকালে কলাপাড়া উপজেলার ম্যাওড়াপাড়া এলাকায় রাসেদা বেগম(৫০) নামে এক মহিলা পানিতে ডুবে মারা গেছে।কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম শাহনেওয়াজ জানান,হত্যা না আত্মহত্যা এ বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি,স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে লাশ উদ্ধার করে পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ছাড়াও জেলার গলাচিপা উপজেলার চিকনিকান্দী বাজারে একটি নির্মাণাধীন ব্রিজের উপর থেকে ব্রিজের শ্রমিক শাহজাহান ও শহীদ নদীতে পড়ে যায়।শহীদ সাঁতরিয়ে তীরে উঠলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত শাহজাহানের কোন সন্ধান পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ