বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুর সদর উপজেলার ভোগড়া এলাকায় বিআরটিসির দ্বিতল বাসের চাপায় একটি মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে ভোগড়ার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের একজন স্কুলছাত্র আরিফ। অন্যজন তার ভাই। তবে তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি।
দুর্ঘটনার পর বাসটি আটক করে তাতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এ ছাড়া তারা কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং বেশ কিছুক্ষণ ওই এলাকা অবরোধ করে রাখে।
টঙ্গী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) বাহার আলম জানান, আজ বেলা ১১টার দিকে ভোগড়া বাইপাস এলাকায় চৌরাস্তাগামী একটি মোটরসাইকেলকে পেছন দিক থেকে বিআরটিসির বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলে স্কুলছাত্র আরিফ ও তার ভাই মারা যায়।
এ সময় উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে বাসটিতে অগ্নিসংযোগ করে এবং বেশ কয়েকটি যানবাহনের কাচ ভাঙচুর করে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভান।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নিলে দুপুর সোয়া ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয় বলেও জানান এসআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।