Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে রহস্যময় বাড়ি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব পৌরসভার বরপা শান্তিনগর এলাকায় রহস্যময় বাড়ির সন্ধান পেয়েছে পুলিশ। পুলিশ অভিযান চালিয়ে বাড়ি থেকে ২৭ হাজার জাল টাকা, ৭০ টি মোবাইল, দেশীয় অস্ত্র, পাসপোর্ট, ২১ ভরি ওজনের স্বর্ণলংকার ও ৫ টাকা মূল্যমানের ১০ পাতার এফিডেভিট করা দেড়শ কোটি টাকার দলিল উদ্ধার করে। এসময় বাড়ির মালিক প্রতারক দম্পত্তি ও কেয়ারটেকারকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে এ ঘটনা ঘটে। রহস্যময় বাড়ির সন্ধানের খবর ছড়িয়ে পড়লে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সাত রিমান্ড চেয়ে আসামীদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছেন।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক মঞ্জুর রহমান জানান, তাদের কাছে সংবাদ ছিলো বরপা শান্তিনগর এলাকায় পাঁচতলা ভবনে দীর্ঘদিন ধরে মো. নুরুল আবসার চৌধুরী ও সাবিনা ইয়াসমিন চৌধুরি দম্পত্তি বসবাস করে আসছে। এ বাড়িতে প্রবেশ করতে তিনটি ফটক পেরুতে হয়। বাড়ির বাহিরে রয়েছে সিসি ক্যামেরা। তাদের বিরুদ্ধে প্রতারণার দায়ে রয়েছে অসংখ্য মামলা। এসবের ভিক্তিতে সোমবার ভোরে তার নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক শামীম আল মামুন, আশরাফ আলী, মনিরুজ্জামান ও নুরে আলম সিদ্দীকিসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে সাবিনা ইয়াসমিন দেশী অস্ত্র নিয়ে পুলিশের উপড় চড়াও হয়। পরে পুলিশ কৌশলে তাকে আটক করে। এসময় তাকে ছাড়াতে তার স্বামী নুরুল আবসার চৌধুরী এগিয়ে আসলে পুলিশ তাকেও আটক করে। পরে বাড়িতে অভিযান চালিয়ে ২৭ হাজার জাল টাকা, নগদ ৭৩ হাজার টাকা, বিভিন্ন কম্পানীর ৭০ টি মোবাইল, ২ টি রামদা, ৩ টি ছুরি, একটি চাপাতি, ৪ টি পাসপোর্ট, ৫টি অটো সিল, ৪ টি পেনড্রাইভ, স্বর্ণলংকার ও কম্পিউটারের সিপিইউ উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়ার সময় বাড়ির কেয়ারটেকার বরপা শান্তিনগর এলাকার আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে সাদ্দাম হোসেনকে আটক করেছে পুলিশ।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হক বলেন, রহস্যময় বাড়ি কিনা জানিনা। তবে তদন্ত চলছে। আপাতত তাদের বিরুদ্ধে অস্ত্র, জাল টাকা ও অবৈধ পাসপোর্ট রাখার দায়ে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ