বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিরাজগঞ্জ জেলায় যমুনা নদীর তীর ঘেষে ১ হাজার ৪৩ একর জমিতে গড়ে উঠছে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল। জমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্থদের জমির মূল্যপ্রদান ছাড়া অনুদান দিচ্ছে জেলা প্রশাসন। গতকাল ১০০টি পরিবারের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। এছাড়া পুনর্বাসন কেন্দ্রের উন্নয়ন কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
এ উপলক্ষে বেলকুচি উপজেলায় বড় বেড়া খেউরিয়া গ্রামে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সিরাজগঞ্জ জোনের পরিচালক শেখ মনোয়ার হোসেন, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব) ফজলুর রশীদ মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।
নির্বাচিত ১০০ পরিবারের মধ্যে অনুদানের চেক হস্তান্তর করে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা বলেন, সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ সমুদয় টাকা সরকারী কোষাগারে বহু আগেই জমা দিয়েছেন। যাদের কাগজপত্র ঠিক আছে তাদেরকে অতিদ্রুত চেক প্রদান করা হবে। অনুষ্ঠান শেষে বড় খাউরিয়া মৌজায় অবস্থিত পুনর্বাসনকেন্দ্রের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক।
উল্লেখ্য, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কাছ থেকে লাইসেন্স পাওয়ার পরে গত বছরে অক্টোবরে অঞ্চল গঠনের কাজ শুরু হয়েছে। এখন ভ‚মি উন্নয়ন ও অন্যান্য অবকাঠামোগত কাজ চলছে। শ্রমঘন শিল্প গড়ে তোলার মাধ্যমে এখানে ৫ লাখ মানুষের কর্মসংস্থান হবে। এখানে ৪ হাজার কোটি টাকা বিনিয়োগে গড়ে উঠবে বিভিন্ন খাতের ৪০০টি কারখানা। কারখানাগুলো গড়ে তোলা হবে ‘গ্রিন টেকনোলজি’ ব্যবহার করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।