Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ভুয়া মেজরসহ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:১৬ এএম

মেজর পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে বেকার যুবকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ভুয়া মেজরসহ তিন প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব-২। গ্রেফতাররা হলো- চক্রের অন্যতম হোতা ভুয়া মেজর আতাউর রহমান (৬২), মঞ্জুরুল হক (৪৮) ও আতাউর রহমানের ছেলে মামুনুর রহমান (৩১)। গত রোববার রাজধানীর হাজারীবাগের গণকটুলী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
র‌্যাব-২ সূত্র জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে বেকার যুবকদের চাকরি দেওয়ার প্রতারণা করে অনেক টাকা হাতিয়ে নিচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে মেজর র‌্যাংক সংবলিত বিজিবির পোশাক পরিহিত ১০ কপি ছবি, ব্যাংকের চেক বইয়ের পাতাসহ বিভিন্ন জিনিস উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ