Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাবিতে সহাবস্থান চাইতে গিয়ে ছাত্রলীগের মারধরের শিকার কোটা আন্দোলনের নেতা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

সহাবস্থানসহ বিভিন্ন দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য বরাবর স্মারকলিপি দিতে গিয়ে ছাত্রলীগের মারধরের শিকার হয়েছেন কোটা সংস্কার আন্দোলনের নেতা হাসান আল মামুন। তিনি ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহবায়ক। গতকাল দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ হামলার ঘটনা ঘটে। যদিও ছাত্রলীগ এ অভিযোগ অস্বীকার করেছে।

হাসান আল মামুন অভিযোগে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে লাইব্রেরির সামনের দোকানে চা খেয়ে ভেতরে প্রবেশের সময় মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সহসভাপতি ও স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র রাইসুল ইসলামের নেতৃত্বে ৩০-৪০ জন নেতা-কর্মী তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। তিনি অভিযোগ করেন, ডাকসু নির্বাচনে তাঁদের অংশগ্রহণের খবরে ভয় পেয়ে ছাত্রলীগ এ হামলা চালিয়েছে।
প্রসঙ্গত, ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেলে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পকাটা সংস্কার আন্দোলনে পনতৃত্ব পদওয়া সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সহবস্থানসহ কয়েকটি দাবিতে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবরে একটি স্মারকলিপি জমা দেয়। তাদের অন্যান্য দাবির মধ্যে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র হলের বাইরে একাডেমিক ভবনে করার দাবি রয়েছে।
এদিকে, মারধরের ঘটনার পর বেলা ১টার দিকে প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানীর কার্যালয়ে গিয়ে তার কাছে ঘটনার বিচার দাবি করেন হাসান আল মামুনসহ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক, রাশেদ খান ও সোহরাব হোসেন এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও ছাত্র ফেডারেশনের নেতারা। বিষয়টি নিয়ে ঘণ্টাখানেক প্রক্টরের সঙ্গে তাঁদের বাগবিতন্ডা চলে। প্রক্টর তাঁদের লিখিত অভিযোগ দিতে বলেন এবং অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন।
জানা গেছে, অভিযুক্ত রাইসুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিৎ চন্দ্র দাসের অনুসারী হিসেবে পরিচিত। মারধরের বিষয়ে জানতে চাইলে সনজিৎ বলেন, যে সময়ে মারধরের কথা বলা হয়েছে সেই সময়ে রাইসুল আমার সঙ্গে মধুর ক্যান্টিনে ছিল। এর সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত নন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ