Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেকনাফের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে দুর্বৃত্তদের আনসার নিহত, অস্ত্রসহ গোলাবারুদ লুট

প্রকাশের সময় : ১৩ মে, ২০১৬, ১২:০০ এএম

কক্সবাজার অফিস : কক্সবাজার জেলার টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় আলী আহমদ (৪২) নামে এক আনসার সদস্য নিহত হয়েছে। তার বাড়ি টাঙ্গাইল জেলায় বলে জানা গেছে। এসময় দুর্বৃত্তরা ১১টি অস্ত্র ও গোলাবারুদ লুট করে নিয়ে যায়। ক্যাম্প ইনচার্জ শাহীন উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আড়াইটার দিকে একদল মুখোশধারী ক্যাম্পের অস্ত্রাগারের প্রহরীকে বেধে রেখে অস্ত্র লুট করে। এসময় পাশে আরেক সদস্য আলী আহমদ (৪২) ঘুম থেকে জেগে উঠলে তাকে সরাসরি গুলি করে মুখোশধারীরা ১১টি অস্ত্র ও গোলাবারুদ নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে টেকনাফ থানা পুলিশ এসে চারিদিকে তল্লাশি শুরু করে। ক্যাম্পে বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। টেকনাফ থানার অফিসার ইনচার্জ আবদুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপরাধীদের ধরতে অভিযান চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ