Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেলের বেতন বৈষম্যে স্মারকলিপি

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

সুপ্রিম কোর্ট কর্তৃক স্টেশন মাস্টারদের বেতন বৈষম্যের রায় যথাযথ বাস্তাবায়ন না করা ও প্রাপ্য ভাতাদি অভিলম্বে চালু করার দাবিতে বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে রেলপথ মন্ত্রী মহোদয়ের কাছে স্মারক লিপি প্রদান করা হয়েছে। গত রোববার বেলা ২টা ৩০ মিনিটে ঢাকা রেল ভবনে রেলপথ মন্ত্রীর কাছে এই স্মারক লিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে স্টেশন মাস্টারদের বিভিন্ন দাবি-দাওয়ার মধ্যে রয়েছে, মামলার রায়, পদের গুরুত্ব ও শিক্ষাগত যোগ্যতা বিবেচনায় সহকারি স্টেশন মাস্টার পদটিকে ১০ গ্রেডে উন্নিত করা, হলিডে ভাতা চালু করা, নাইট ডিউটি ভাতা চালু করা, আলাদা স্বাস্থ্য ঝুঁকিভাতা প্রদান করা ও স্টেশনের বরাদ্দ অনুযায়ী স্টেশন মাস্টার নিয়োগ করা।

পার্বতীপুর রেলওয়ে স্টেশন মাস্টার জিয়াউল আহসান ও পশ্চিম অঞ্চল রেলওয়ের স্টেশন মাস্টার কর্মচারী ইউনিয়নের সমন্বায়ক মো. রেজাউল করিম জানান, রেলওয়ে স্টেশন মাস্টারদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে তাঁরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। তারই ধারাবাহিকতায় গত রোববার বেলা ২ টা ৩০ মিনিটে রেলপথ মন্ত্রনালয়ের মন্ত্রী মহোদয়ের কাছে তাদের বিভিন্ন দাবি তুলে ধরে স্মারক লিপি প্রদান করা হয়েছ। তাঁরা আরও জানান, স্মারক লিপি প্রদানকালে রেলপথ মন্ত্রী এ্যাড. নূরুল ইসলাম সুজন স্টেশন মাস্টারদের উদ্দেশ্যে বলেন, আপনাদের দাবি-দাওয়ার ব্যাপারে ব্যবস্থা গ্রহনের জন্য প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে দ্রæত ব্যবস্থা নেয়া হবে। তিনি স্টেশন মাস্টারদের উদ্দেশ্যে আরও বলেন, স্টেশন পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাত্রী সেবার মান বাড়াতে হবে, চোরাচালানী প্রতিরোধসহ বিভিন্ন অনিয়ম দূর করতে হবে। স্মারকলিপি প্রদান কালে বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের পাকশি বিভাগের সাধারন সম্পাদক ও পার্বতীপুর স্টেশন মাস্টার মোঃ জিয়াউল আহসান, ঢাকা বিভাগের সাধারন সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি জাফরুল্লাহ মজুমদার ও লালমনিরহাট বিভাগের সাধারন সম্পাদক আব্দুল বারীসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ