রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঢাকার ধামরাই উপজেলার ঐতিহ্যবাহী শৈলান গ্রামে শত বছরের পুরাতন মসজিদের পরিবর্তে সাড়ে ৬ হাজার বর্গফুটের দু’তলা বিশিষ্ট নবনির্মিত মসজিদ উদ্বোধন করা হয়েছে। সাদাসিদে কারুকাজ মন্ডিত এ মসজিদটি উদ্বোধন করেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজির আহমেদ। প্রায় ৫ কোটি টাকা ব্যয় হয়েছে মসজিদটি তৈরি করতে। মসজিটিতে এক সাথে দেড় হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এ মসজিদে মহিলাদের নামাজ আদায়ে বিশেষ ব্যবস্থা আছে। এক সাথে ৫শ’ নারী নামাজ পড়তে পারবেন। মসজিদে ১২০ ফিট উচ্চতা একটি মিনার তৈরি করা হয়েছে। মসজিদের মূল ফটকটিতে আল্লাহর ৯৯ নাম খোদাই করা হয়েছে, যা দেখতে খুবই দৃষ্টিনন্দন। বর্তমানে এটি ধামরাই উপজেলার বড় মসজিদ।
জামায়াতে নামাজ পড়ার জন্য ১৯২০ সালে প্রতিষ্ঠিত হয় এ মসজিদ। মুসুল্লি বেড়ে যাওয়ায় এবং পুরাতন মসজিদটি ভগ্নাদশা হয়ে পড়লে এলাকাবাসীর উদ্যোগে ও শৈলান গ্রামের প্রবাসীদের সাহায্যে নতুনভাবে এ মসজিদ নির্মাণ করা হয়।
গত শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়ে মসজিদটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন স্থানীয় এমপি। এ সময় ধামরাই মেয়র আলহাজ গোলাম কবির মোল্লা, সজাগের পরিচালক আব্দুল মতিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার শতশত মুসুল্লিরা উপস্থিত ছিলেন। জুমার নামাজে আশপাশের গ্রাম থেকে প্রায় দেড় হাজারের বেশী মুসুল্লি নামাজ আদায় করেন। মসজিদের ভেতর জায়গা না হওয়ায় মসজিদের মাঠে মুসুল্লিরা নামাজ আদায় করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।