পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের শুরু হওয়া ‘ট্রাফিক শৃঙ্খলা পক্ষ’ শেষ হয়েছে। গত ১৫ জানুয়ারি থেকে দুই ধাপে টানা ১৯ দিন ধরে এ কার্যক্রম চলে। এই সময়ে ট্রাফিক আইন ভঙ্গসহ নানা অনিয়মের দায়ে বিভিন্ন যানবাহনে ১ লাখ ১২ হাজার ৫৫৮টি মামলা ও ৫ কোটি ৭১ লাখ ৫৩ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।
ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, উল্লেখযোগ্য মামলার মধ্যে রয়েছেÑ বাস/মিনিবাসের বিরুদ্ধে ২৪ হাজার ৩৩৬টি, ট্রাকের বিরুদ্ধে ৮৩৫টি, কাভার্ড ভ্যানের বিরুদ্ধে ৩ হাজার ১২৬টি, সিএনজি অটোরিকসার বিরুদ্ধে ১৪ হাজার ৭৪৯টি, ট্যাক্সি ক্যাবের বিরুদ্ধে ২৯টি, কার/জিপ ১১ হাজার ১৯২টি, মাইক্রোবাসের বিরুদ্ধে ২ হাজার ৭৬৮টি, পিকআপের বিরুদ্ধে ৪ হাজার ৯১৬টি, হিউম্যান হলারের বিরুদ্ধে ৩০৮টি, মোটরসাইকেলের বিরুদ্ধে ৪৭ হাজার ৫২২টি ও অন্যান্য গাড়ির বিরুদ্ধে ২ হাজা র৭৭৭টি মামলা করা হয়। এ সময়ে ৪৭১টি গাড়ি ডাম্পিং ও ১৪ হাজার ১৫৭টি গাড়ি রেকার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।