Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আহত গৃহবধূ নাজমার মৃত সন্তান প্রসব

রামগতিতে জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলা

রামগতি (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

লক্ষ্মীপুরের রামগতিতে জমিজমা বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলার শিকার হয়ে নাজমা নামের গৃহবধুর মৃত সন্তান প্রসব করার খবর পাওয়া গেছে।

জানা যায়, চররমিজ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কারিগো গোজা নামক এলাকায় জমিজমা নিয়ে দ্বীর্ঘদিন থেকে আনোয়ারুল হকের ছেলে হেলাল উদ্দিনের সাথে বিরোধ চলে আসছিলো একই বাড়ির আবদুল্যার ছেলে জসিম উদ্দিন গংদের। গত শুক্রবার সন্ধায় জসিম এবং মাহফুজুল হকের ছেলে এনামুল, এনামুলের ছেলে খায়ের ও সারুসহ অজ্ঞাত আরো ৫/৬ জন লোক হেলালের বসত ঘরের সামনে বেড়া দেয়ার চেষ্টা করে। এ সময় হেলাল বাধা দিতে গেলে তার ওপর হামলা করে তাকে গুরুতর আহত করে জসিম ও তার লোকজন। হেলালকে বাঁচানোর জন্য তার বিবাহিতা ও গর্ভবতী মেয়ে নাজমা এগিয়ে এলে তাকেও বেদম মারধর করে সন্ত্রাসীরা। হামলাকালে একপর্যায়ে জসিম নাজমার পেটে লাথি মারে বলে জানা যায়। এ ঘটনার প্রেক্ষিতে হেলাল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

এদিকে শনিবার সকালে হামলায় আহত নাজমা ১ টি মৃত সন্তান প্রসব করলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ানস্টপ ক্রাইসিস সেলে নিয়ে আসে তার স্বজনরা। চিকিৎসকরা প্রসূতি নাজমার জরুরি উন্নত চিকিৎসার জন্য লক্ষীপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। গৃহবধু অভিযোগ করে বলেন জসিম আমার পেটে লাথি মারে এতে আমার গর্ভের ৬ মাসের সন্তানের মৃত্যু হয়েছে। আমি সন্তান হত্যার বিচার চাই।
এ বিষয়ে রামগতি থানার ওসি (তদন্ত) মো: ইউসুফ আলী জানান, অভিযোগ দায়েরের পর কার্যকর ব্যবস্থা গ্রহন করেছি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ