বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর আকবর শাহ এলাকায় যুবলীগ কর্মী মোঃ মাসুদ খুনের নেপথ্যে দলীয় আন্তঃকোন্দলই কারণ বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনায় জড়িত কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। তবে আকবর শাহ থানা পুলিশ জানায়, জড়িতদের ধরার চেষ্টা চলছে।
গত শুক্রবার রাতে আকবর শাহ থানার বেলতলী ঘোনা ফারুক চৌধুরীর মাঠ এলাকায় ছুরিকাঘাতে নিহত হয় স্থানীয় যুবলীগ কর্মী মোঃ মাসুদ (৩২)।
মাসুদ আকবর শাহ মাজার এলাকার বাসিন্দা আবুল বাশারের ছেলে। জানা গেছে, মাসুদ স্থানীয় ৯ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের আওয়ামী লীগ দলীয় কাউন্সিলরের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত।
শুক্রবার সন্ধ্যায় ফারুক মাঠ এলাকায় আওয়ামী লীগের একটি অফিসে বসে ৬-৭ জন মিলে আড্ডা দেয়ার সময় কতিপয় যুবক চড়াও হয়। ওরা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। একপর্যায়ে মাসুদকে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলে তিনি মাসুদ মারা যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।