রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
৪৮ কোটি টাকা ব্যয়ে বান্দরবান রোয়াংছড়ি-রুমা সড়ক উদ্বোধন করলেন বান্দরবান ৩০০ আসনে এমপি ও পার্বত্য মন্ত্রাণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। গতকাল শনিবার সকালে মন্ত্রী বান্দরবানে এ সড়ক উদ্বোধন করেন।
বান্দরবান পার্বত্য জেলার দুর্গম রোয়াংছড়ি উপজেলা রুমা উপজেলা পর্যন্ত ২০ কিলোমিটার সংযোগ সড়ক টি নির্মাণ করছেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।
এ সময় মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকাগুলোতে সড়ক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে উপজেলা থেকে উপজেলা ও দুর্গম এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন প্রকল্প হাতে নেয়া হয়েছে। নতুন সড়ক ব্রিজ, কালভার্ট নির্মাণ করা হচ্ছে। এতে করে কৃষকদের উৎপাদিত কৃষিপণ্যের বাজারজাতের পাশাপাশি ও স্থানীয়দের জীবনমান উন্নত হবে। পাশাপাশি পর্যটকের সংখ্যা ও বৃদ্ধি পাবে।
এ সময় মন্ত্রীর সাথে ছিলেন, বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো: আবুল কালাম, অতিরিক্ত পুলিশ সুপার মো:কামরুজ্জামান, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদুয়ান আরমান শাকিল প্রমুখ।
সড়ক উদ্বোধন শেষে মন্ত্রী স্থানীয় বৌদ্ধমন্দির পরিদর্শন করেন ও সেখানে প্রার্থনা সভায় অংশ নেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।