Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

রোয়াংছড়ি-রুমা সড়ক উদ্বোধন করলেন বীর বাহাদুর

বান্দরবান থেকে মো. সাদাত উল্লাহ | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

৪৮ কোটি টাকা ব্যয়ে বান্দরবান রোয়াংছড়ি-রুমা সড়ক উদ্বোধন করলেন বান্দরবান ৩০০ আসনে এমপি ও পার্বত্য মন্ত্রাণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। গতকাল শনিবার সকালে মন্ত্রী বান্দরবানে এ সড়ক উদ্বোধন করেন।
বান্দরবান পার্বত্য জেলার দুর্গম রোয়াংছড়ি উপজেলা রুমা উপজেলা পর্যন্ত ২০ কিলোমিটার সংযোগ সড়ক টি নির্মাণ করছেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।

এ সময় মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকাগুলোতে সড়ক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে উপজেলা থেকে উপজেলা ও দুর্গম এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন প্রকল্প হাতে নেয়া হয়েছে। নতুন সড়ক ব্রিজ, কালভার্ট নির্মাণ করা হচ্ছে। এতে করে কৃষকদের উৎপাদিত কৃষিপণ্যের বাজারজাতের পাশাপাশি ও স্থানীয়দের জীবনমান উন্নত হবে। পাশাপাশি পর্যটকের সংখ্যা ও বৃদ্ধি পাবে।
এ সময় মন্ত্রীর সাথে ছিলেন, বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো: আবুল কালাম, অতিরিক্ত পুলিশ সুপার মো:কামরুজ্জামান, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদুয়ান আরমান শাকিল প্রমুখ।
সড়ক উদ্বোধন শেষে মন্ত্রী স্থানীয় বৌদ্ধমন্দির পরিদর্শন করেন ও সেখানে প্রার্থনা সভায় অংশ নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ