Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বিএনপিকে সংসদে এসে সরকারকে নাজেহাল করার আহবান নাসিমের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৯, ৬:২৯ পিএম

বিএনপিকে জাতীয় সংসদে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আপনারা জাতীয় সংসদে না আসলে আমাদেরই লাভ। এখনও সুযোগ আছে, পার্লামেন্টে আসুন। পারলে আমাদের নাজেহাল করুন। অভিমান করে কিছু হয় না।
তিনি বলেন, আমরাও যখন বিরোধী দলে ছিলাম, পার্লামেন্টে গেছি। রাজনীতি অনেক কঠিন বিষয়। যেকোনও অবস্থায় রাজনীতির জন্য লড়াই করে যেতে হবে।
শনিবার (২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে জাগো বাংলা ফাউন্ডেশনের আয়োজনে 'সংরক্ষিত নারী আসন: সংসদীয় গণতন্ত্রে নারীর ভূমিকা' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব বলেন।
তিনি বলেন, বাংলাদেশের অর্ধেক হচ্ছে নারী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই নারীর ক্ষমতায়ন হয়েছে। বাংলাদেশের নারীর ক্ষমতা বিশ্বের কাছে উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। আজকে সংসদে প্রায় ৫০টির মতো সংরক্ষিত নারী আসন রয়েছে। সাজেদা চৌধুরী-মতিয়া চৌধুরী সরাসরি নির্বাচিত হয়েছেন।
তিনি বলেন, নারীদের ক্ষমতা এমন হয়ে গেছে, কয়েকদিন পরে পুরুষদের ক্ষমতার জন্য লড়াই করতে হবে। নারীরা এখন কোথায় নেই। প্রধানমন্ত্রী থেকে স্পিকারসহ বিভিন্ন পর্যায়ে নারী দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ওয়াহেদুজ্জামান চান, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এ কে মোহাম্মদ আলী শিকদার প্রমুখ।



 

Show all comments
  • রহিম ২ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:০৭ পিএম says : 0
    বি ত্রন পি কে যে ভাবে অসন্মান করে আওযামীলীগ কথা বলে বি ত্রন পি সংসদে না যাওযাই ভালো জনগন দেখছে আপনাদের কেমন নিরবার্চন ইতি হাস আপনাদের কে শরন করবে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাসিম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ