Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সিটি ব্যাংকে মহিলা গ্রাহকদের জন্য সার্টিফিকেশন প্রোগ্রাম চালু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

সিটি ব্যাংক সম্প্রতি ব্যাংকের মহিলা গ্রাহকদের জন্য বিশেষায়িত একটি ‘সার্টিফিকেশন প্রোগ্রাম’ কোর্স চালু করেছে। এই কোর্সের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ও ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি)। নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এমএ হাসেমের উপস্থিতিতে ইউনিভার্সিটিতে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিসি প্রফেসর আতিক ইসলাম।
১০ সপ্তাহ মেয়াদের ‘সার্টিফিকেশন প্রোগ্রাম’-এর মাধ্যমে ব্যাংকের মহিলা গ্রাহকরা আর্থিক খাত সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করার সুযোগ পাবে। এই মাসের শুরুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যাম্পাসে প্রোগ্রামটি শুরু হয়েছে। সিটি ব্যাংকের মহিলা গ্রাহকরা ব্যবসায়ী, চাকরিজীবী, উদ্যোক্তা ও গৃহবধূ শ্রেণী বছরে চারবার এই প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ পাবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ