বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুরের শ্রীপুর উপজেলার ধনুয়া গ্রামে সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার ঘটনায় প্রধান আসামী সুজন মিয়া (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত যুবক মো. সুজন মিয়া উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের মৃত হোসেনের ছেলে। এ ঘটনায় ভিকটিম (১৪) আদালতে জবানবন্দি দিয়েছে।গাজীপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ নাজমুন নাহার ভিকটিমের জবানবন্দি গ্রহণ করেন এবং ধর্ষণের চেষ্টার প্রধান আসামী সুজন মিয়া (২৭) আসামী করে কারাগারে পাঠিয়েছে।
দালতকে ভিকটিম জানান, তিনি স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। স্কুলে আসা যাওয়ার পথে সুজন মিয়া তার সহযোগী খোকাকে সাথে নিয়ে প্রায়ই আমাকে প্রেমের প্রস্তাব দিত। গত সোমবার (২৮ জানুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে খোকা আমার হাত ধরে জোর করে টেনে রান্না ঘরের পাশে নিয়ে যায়। সেখানে পূর্ব থেকে অবস্থান করা সুজন আমার হাত ধরে জোর করে ঝাপটে ধরে মাটিতে ফেলে দেয়। এ সময় আমি জোরে চিৎকার দিলে আশপাশের প্রতিবেশীরা ঘটনাস্থলে উপস্থিত হলে সুজন ও খোকা দ্রæত পালিয়ে যায়।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাবেদুল ইসলাম বলেন, স্কুল ছাত্রী নিজে বলেছে ওই ছেলে তাকে ধর্ষণের চেষ্টা করেছিল। মামলার পর অভিযান চালিয়ে প্রধান আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীকেও গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।