Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধারাবাহিক ও খন্ড নাটকে ব্যস্ত তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

২০১২ সালে ভিট তারকা হিসেবে মিডিয়াতে তানিয়া বৃষ্টির যাত্রা শুরু হলেও অভিনয় দিয়ে দর্শক মন জয় করেছেন। তাকে নিয়ে নির্মাতাদেরও আগ্রগ রয়েছে। সহশিল্পীরাও তার অভিনয়ের প্রশংসা করছেন এখন। এখন তিনি অভিনয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। বর্তমানে তানিয়া বৃষ্টি চারটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। নাটকগুলো হচ্ছে আরটিভিতে নতুন প্রচার শুরু হওয়া ধারাবাহিক ফরিদুল হাসানের ‘লাকি থার্টিন’সহ বৈশাখী টিভিতে প্রচার চলতি ‘কমেডি ৪২০’ ও ‘রসের হাড়ি’। এছাড়াও ‘মুশকিল আসান প্রাইভেট লিমিটেড’ নামের নতুন আরেকটি ধারাবাহিকের কাজ শুরু করেছেন। শিগগিরই এই ধারাবাহিক নাটকটিরও প্রচার শুরু হবে বলে জানান তানিয়া বৃষ্টি। তানিয়া জানান, প্রতিটি ধারাবাহিক নাটকেই তিনি বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। এরইমধ্যে দুটি ভালো গল্পের খন্ড নাটকের কাজ শেষ করেছি। নাটক দুটি হচ্ছে হাবিব শাকীলের ‘অপছন্দের সাতদিন’ এবং মেহেদীর ‘শেষ বাজি’। দুটি নাটকে তার বিপরীতে আছেন জিয়াউল ফারুক অপূর্ব ও শ্যামল মাওলা। তানিয়া বৃষ্টি বলেন, ‘অপূর্ব ভাইয়ার সঙ্গে প্রথম আমি নাটকে অভিনয় করেছি। তিনি অনেক বেশি সহযোগিতা পরায়ণ। তারসঙ্গে অভিনয় করে মুগ্ধ আমি। সত্যি বলতে কী একটি নাটকে অভিনয় করেছি তার সঙ্গে কিন্তু অভিনয়ের অনেক কিছুই শিখেছি তার কাছে। ভবিষ্যতে তারসঙ্গে আরো ভালো ভালো গল্পের নাটকে কাজ করার ইচ্ছে আছে আমার।’ এদিকে রাজধানীর মগবাজারের একটি প্রতিষ্ঠানে ইংলিস স্পোকেন ক্লাশ করছেন তানিয়া বৃষ্টি। অভিনয়ের পাশাপাশি ক্লাশেও তাকে ব্যস্ত থাকতে হচ্ছে। টিভি নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হচ্ছে ‘ঘাসফুল’,‘ লাভার নাম্বার ওয়ান’ ও ‘যদি তুমি জানতে’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ