Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চ্যালেঞ্জ নেয়া নারীদের নিয়ে এটিএন বাংলায় দ্য চ্যালেঞ্জার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

নারীরা এখন আর অবরোধবাসীনি হয়ে নেই। অন্তঃপুরের আগল ভেঙে তারাও বেরিয়ে এসেছে বাইরে। প্রবেশ করেছে কর্মক্ষেত্রে। হয়ে উঠেছে স্ব স্ব ক্ষেত্রে এক একজন সফল নারী। সফল মানুষরা কিন্তু কেবল জন্মসূত্রে কিংবা ভাগ্যবলে সফল নন। সাফল্যের পেছনে থাকে পরিশ্রম, ত্যাগ, অধ্যবসায় ও ঝুঁকি গ্রহণের গল্প। এসব চ্যালেঞ্জ নিয়ে যারা এগিয়ে চলেন তারাই হলেন চ্যালেঞ্জার। এমন চ্যালেঞ্জার নারীদের নিয়ে এটিএন বাংলায় শুরু হতে যাচ্ছে নতুন অনুষ্ঠান ‘দ্য চ্যালেঞ্জার’। অনুষ্ঠানটি আগামী ৩ ফেব্রুয়ারি থেকে পাক্ষিকভাবে রবিবার বিকাল ৫.৩০টায় প্রচার হবে। শ্রাবণী হালদারের গ্রন্থনা এবং ফেরদৌসী আহমেদ এর উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন কুইন রহমান। ‘দ্য চ্যালেঞ্জার’ অনুষ্ঠানে একে একে হাজির হবেন মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের চেয়ারম্যান ও শিল্পদ্যোক্তা রোকেয়া আফজাল রহমান, পালস হেলথকেয়ার সার্ভিসের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক রুবাবা দৌলা, ‘এইচ অ্যান্ড এম’ প্রতিষ্ঠানের পি এম আর আলিয়া ইসলাম, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গ্রীণ হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সিস্টার ভার্জিনিয়া আশা গমেজ, অ্যাডভার্টাইজিং এবং কমিউনিকেশন কোম্পানি অ্যাডকমের চেয়ারম্যান গীতি আরা সাফিয়া চৌধুরীসহ আরো অনেক সফল নারী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ